দুয়ারে সরকার শিবিরে ডেঙ্গি সচেতনতার বার্তা প্রচারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

Must read

একাধিক জেলায় ডেঙ্গি আক্রান্তের বাড়ছে। ডেঙ্গি রুখতে রাজ্য সরকারের  তরফে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবুও কিছুতেই বাগে আনা যাচ্ছে না মশাবাহিত এই রোগকে। আজ, বৃহস্পতিবার নদিয়া জেলার প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার ডেঙ্গি (Duare Sarkar-Dengue- Mamata Banerjee) দমনে বার্তা দেন।

এদিন রাণাঘাট, ছাতিমতলা ময়দানের প্রশাসনিক সভায় বক্তৃতা রাখতে গিয়ে বলেন, দুয়ারে সরকার (Duare Sarkar-Dengue- Mamata Banerjee) শিবিরে ডেঙ্গি সচেতনতার বার্তা প্রচার করতে হবে। রাজ্যজুড়ে ১ নভেম্বর থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। সেখানেই ডেঙ্গি সচেতনতার প্রচার চালানোর কথা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-আজ শহিদ-তর্পণ নন্দীগ্রামে, জোর প্রস্তুতি তৃণমূল শিবিরে

দিন কয়েক আগে ডেঙ্গি মোকাবিলায় জেলাশাসকদের নিয়ে বৈঠক বসেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ইতিমধ্যেই ডেঙ্গি মোকাবিলায় জেলাশাসকদের এলাকায় গিয়ে পরিদর্শন করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। নজরদারির পরিমাণ আরও বাড়াতে হবে। কোথায় কোথায় আবর্জনা জমছে, তা নিশ্চিত করতে মহকুমা শাসক বা বিডিওদের মাঠে নামাতে হবে। জেলায় জেলায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরকে।

 

Latest article