আজ বিধানসভায় রাশিয়া- ইউক্রেন যুদ্ধ (Russia- Ukraine War) নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কেন্দ্রীয় সরকারকে মুখ্যমন্ত্রী অনুরোধ করেন, ইউক্রেনে আটকে থাকা ভারতীয় ছাত্র-ছাত্রী এবং অন্যান্যরা যাতে নিরাপদে দেশে ফিরে আসে তার যথাযথ ব্যবস্থা করার। বিধানসভা থেকে যুদ্ধ নয় শান্তির পক্ষে প্রস্তাব পাশের কথা ভেবেছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, “গত কয়েক দিনের আন্তর্জাতিক ঘটনাবলী আমাদেরকে গভীর উদ্বেগের মধ্যে রেখেছে। ইউক্রেনে (Russia- Ukraine War) আটকে থাকা ভারতীয় ছাত্র ছাত্রী এবং অন্যান্যরা যাতে নিরাপদে দেশে ফিরে আসে তার যথাযথ ব্যবস্থা করার জন্য আমরা কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছি। এই যুদ্ধের ফলে দেশ তথা রাজ্যের অর্থব্যবস্থার সামনে যে চ্যালেঞ্জ আসতে চলেছে তার যথাযথ মোকাবিলা করার জন্য আগাম পরিকল্পনা নেওয়ার জন্যও কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করবো।”
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক জনমুখী প্রকল্প: বিধানসভায় উন্নয়নের খতিয়ান মুখ্যমন্ত্রীর
প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত হওয়ার পরেও কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য তেমন আর্থিক সহায়তা পায়নি বলেও আজ বিধানসভায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “খুবই দুর্ভাগ্যের বিষয় যে কোভিডের ক্ষেত্রে যেমন আমরা কেন্দ্রীয় সরকারের থেকে তেমন কোনো আর্থিক সহায়তা পায়নি, তেমনি পরপর প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত হওয়ার পরেও কেন্দ্রীয় সরকার থেকে আমরা বলার মত তেমন আর্থিক সহায়তা পায়নি। কিন্তু তবু, রাজ্য সরকারের তহবিল থেকে দুর্যোগ মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত এলাকার এবং পুনর্বাসনের জন্য আমরা প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে।”