সবুজসাথী : স্মৃতিচারণে মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : সবুজ সাথী প্রকল্প তৈরি নিয়ে স্মৃতিচারণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার ঝাড়গ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, আমি জানি না সেই ছেলেটা এখন এখানে আছে কিনা, আজ থেকে দশ-বারো বছর আগের কথা। সেই ছেলেটা তখন ফাইভে পড়ত। আমি ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছি একটি ছোট্ট ছেলে এসে আমাকে বলল, দিদি শুধু মেয়েরা সাইকেল পাবে? ছেলেরা সাইকেল পাবে না! ওর কথা আমার মনে লাগল, সেই জন্য আমি সবুজ সাথী তৈরি করলাম। ছেলেরাও সাইকেল পাবে মেয়েরাও পাবে। ক্লাস নাইনে উঠলে সে সাইকেল পাবে। আর সেই সাইকেল চালিয়ে স্কুলে যাবে। আজকালকার ছেলে-মেয়েরা সারা বিশ্বের ভাল-ভাল জিনিস যাতে পড়াশোনা শিখতে পারে, আজকের টেকনোলজি জানতে পারে সেজন্য একাদশ শ্রেণিতে উঠলেই সঙ্গে সঙ্গে স্মার্টফোন পায়। গুরুজনদের কাছে আমার অনুরোধ ছাত্র-ছাত্রীদের কিছু দিতে হবে না, সব আমরা দিয়ে দেব। এখন রেশন ফ্রি, খাদ্য ফ্রি, স্বাস্থ্য ফ্রি।

আরও পড়ুন- রায়তদের সম্মান নিয়ে মুখ্যসচিবকে নির্দেশ

Latest article