পৃথিবীতে নিরাপদে পা রাখার পর শুভেচ্ছাবার্তায় ভাসছেন শুভাংশু! অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Must read

বেশ কয়েকটি বিফল উৎক্ষেপণের পরে মহাকাশ যাত্রা। সেখানে ২০ দিন কাটিয়ে নিরাপদে, সুস্থভাবে ও সফল হয়ে পৃথিবীতে ফেরা। ভারতীয় বায়ুসেনার লেফটেন্যান্ট জেনারেল শুভাংশু শুক্লার (Shubhanshu Shukla) অ্য়াক্সিয়ম ফোর প্রশান্ত মহাসাগরে অবতরণের পরই দেশের রাষ্ট্রনায়কদের পক্ষ থেকে পেলেন শুভেচ্ছা বার্তা। এর মধ্যে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-ধিক্কার বিজেপিকে, এবার ছত্তিশগড়ে আটক নদিয়ার ৮ শ্রমিক, সরব তৃণমূল

দেশের অন্যতম গৌরবের মুহূর্তে শুভাংশুর (Shubhanshu Shukla) পৃথিবীতে ফেরায় অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ঘরে ফেরায় শুভাংশু শুক্লাকে স্বাগত! আমরা সত্যিই খুব আনন্দিত আপনার ফিরে আসায়। আপনি যে লক্ষ্য ভেদ করেছেন তা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আপনি ও আপনার সহকর্মীদের অভিনন্দন, আপনার পরিবারের জন্য শুভ কামনা।

Latest article