বঙ্গ

দাদার সঙ্গে চরম অন্যায় হয়েছে ওকে পাঠানো হোক আইসিসিতে

প্রতিবেদন : অমিত শাহর ছেলে বিসিসিআইতে রয়ে গেলেন। কেন বাদ পড়লেন বাংলার সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)? ক্রীড়াজগতে অন্যায় রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, এই অন্যায়ের প্রতিবিধান তখনই সম্ভব, যখন সৌরভ গঙ্গোপাধ্যায়কে ভারতের প্রতিনিধি হিসেবে আইসিসিতে পাঠানো হয়। সোমবার মালবাজার যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে স্পষ্ট কথা বাংলার ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের পক্ষ থেকে বলতে চাই, সৌরভ আমাদের গর্ব। দক্ষতার সঙ্গে মাঠে খেলেছে। ক্রীড়া প্রশাসনও চালিয়েছে। বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ছিল। কোর্টের একটা অর্ডার ছিল। যে নির্দেশে তিন বছর করে মেয়াদ ছিল সৌরভ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্রর। অবাক করা বিষয় হল, স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র পুরনো পদেই থেকে গেলেন। কিন্তু সৌরভকে বাদ দেওয়া হল কোন উদ্দেশ্যে? মুখ্যমন্ত্রীর সাফ কথা, সৌরভ কেন বাদ আমরা জানতে চাই। অন্যায়ভাবে ওকে বাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-সুপার সাইক্লোন ওড়াল মৌসম ভবন

সৌরভের (Sourav Ganguly) সঙ্গে যে অন্যায় আচরণ করা হয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্য, সেই অন্যায়ের প্রতিবিধান একমাত্র হতে পারে যদি সৌরভকে আইসিসি প্রেসিডেন্ট পদে নির্বাচনে অংশ নিতে অনুমতি দেওয়া হয়। জগমোহন ডালমিয়া বিসিসিআই থেকে আইসিসিতে গিয়েছিলেন। শরদ পাওয়ারও গিয়েছিলেন। সৌরভ নিজে তিনবার ডিরেক্টর ছিল। ও যোগ্য। ভারতবর্ষ থেকে যে কয়েকজন আইসিসিতে যাওয়ার যোগ্য, তারমধ্যে অন্যতম সৌরভ। আমি প্রধানমন্ত্রীকে স্বনির্বন্ধ অনুরোধ করব, সৌরভকে আইসিসির চেয়ারম্যান পদে লড়াই করার অনুমতি দেওয়ার জন্য। সৌরভ বঞ্চিত হয়েছে। প্রশ্ন উঠেছে, কেন এই বঞ্চনা? তার দোষটা কোথায়? সকলে তাকে জানে। গোটা পৃথিবী তাকে জানে। আমরা সৌরভের জন্য গর্বিত। শুধু বাঙালি দাদা হিসেবে নয়, গোটা দেশের গর্ব সৌরভ। যারাই ক্রিকেট খেলে তারা সৌরভকে চেনে এবং সে দেশে জনপ্রিয়। সেই কারণে কী তাকে বঞ্চনা করা হয়েছে? আমি বিস্মিত। একটা দুঃখজনক ঘটনা। কেন্দ্রীয় সরকারকে তাই বলব, বিষয়টা রাজনৈতিকভাবে বা প্রতিশোধমূলকভাবে না দেখতে। সৌরভ রাজনীতি করে না, রাজনীতির মানুষও নয়। সিদ্ধান্ত নেওয়া হোক ক্রিকেটের উন্নয়ন, খেলার উন্নয়ন ভেবে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago