বঙ্গ

বাংলায় নাম বাদ দিয়ে দেখুন দামামা বাজিয়ে দেব : নেত্রী

প্রতিবেদন : বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার চক্রান্ত শুরু করেছে। বাংলার নাম বাদ দিয়ে দেখুন, দামামা বাজিয়ে দেব। জো হামসে টকরায়েগা চুর চুর হো যায়ে গা। সোমবার বোলপুরে ভাষা আন্দোলনের সূচনা করে কেন্দ্রীয় সরকার বিজেপিকে একযোগে হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, দেশের এক মন্ত্রী কো-অপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, তিনি এসে ডবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার তালিকায় থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছেন। আমরা মুখ বুজে এসব সহ্য করব না। লড়াই চলবে।

এদিন কেন্দ্র ও কমিশনকে একহাত নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, বলছে ভোটার তালিকায় নাম তুলতে গেলে এপিক কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা বাড়ির দলিলেও হবে না। গুজরাট থেকে বসে লিস্ট ঠিক করছে। গুজরাত আমার শত্রু নয়। কিন্তু কেন এটা হচ্ছে? এটা তো বিজেপির এজেন্সি করছে। তারপরই নেত্রীর তোপ, বাংলায় নাম বাদ দিয়ে দেখুন। ছৌ নাচ দেখবেন। ধামসা-মাদল দেখবেন। দামামা বাজিয়ে দেব। জেনুইন ভোটারদের নাম বাদ দিয়ে মানুষকে হয়রানি করবেন না। আমি বেঁচে থাকতে এনআরসি করতে দেব না। হরিয়ানায় দশটা ডিটেনশন ক্যাম্প করেছে। অসমের ১০ লক্ষ লোকের নাম বাদ দিয়েছে। বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প করতে দেব না। জো হামসে টাকরায়েগা চুর চুর হো যায়ে গা। নেত্রী বলেন, মা-বোনেদের শঙ্খধ্বনি-উলুধ্বনির সঙ্গে পারবেন তো? তারা ঘরেও কাজ করে, বাইরেও কাজ করে। আবার হাতে খুন্তি দিয়ে রান্নাও করে। আপনাদের মতো বন্দুকগুলি নিয়ে যাব না, শঙ্খধনি নিয়ে যাব।

আরও পড়ুন-ভাষাসন্ত্রাসের বিরুদ্ধে বোলপুরে মিছিলে জনস্রোত, কবিগুরুর ছবি হাতে হাঁটলেন মুখ্যমন্ত্রী

নেত্রীর তোপ, যারা বলছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেবে, যেন দেশটা ওদের জমিদারি! তোমাদেরই বাদ দিয়ে দেবে দেশের মানুষ। একটা মানুষের ঠিকানা কেড়ে নিলে তোমাদেরও ঠিকানা থাকবে না। সরকারে আছো যা ইচ্ছা করছো। মনে রেখো এই সরকার ২০২৯ পর্যন্ত চলবে না। তখন কোথায় যাবে? জাতীয় স্তোত্র রচনা করেছেন বঙ্কিমচন্দ্র, জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের, জয় হিন্দ নেতাজির, তারপরও বাংলা ও বাঙালিকে তোমরা কী করে ‘ইগনর’ করবে! এই শান্তিনিকেতনের বাউল, গানের ভাষায় যে কত জোর সেটা এবার বুঝবে। লড়াই হচ্ছে, লড়াই হবে।

তিনি বলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি নয়! আমাদের ভাষাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করলে, ঠিকানা কেড়ে নেওয়ার চক্রান্ত হলে তা আমরা রুখবই। এই রাঙামাটিতে দাঁড়িয়ে বলছি, সংহতি, সম্প্রীতি, ঐক্য নিয়ে আমরা চলব। আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনও ভেদাভেদ নেই। ভাষার উপর সন্ত্রাস মানব না। বাংলাকে বঞ্চনা-লাঞ্ছনাও মানব না। এনআরসি চলবে না। কারও নাম বাদ দেওয়া যাবে না।

বিশ্বকবির স্বপ্নের বোলপুর-শান্তিনিকেতন থেকে ‘বিভেদ নয়, ঐক্যে’র বার্তা দিয়ে ভাষা আন্দোলনে যোগদানকারী সবাইকে প্রণাম ও ধন্যবাদ জানান তৃণমূলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে স্মরণ করিয়ে দেন, ইতিহাসকে ভুলে যাবেন না, বাংলার গুরুত্ব ভুলে যাবেন না। আমরা নেপালি, হিন্দি-সহ সকল ভাষাকে স্বীকৃতি দিয়েছি। আমরা যদি বড় মন নিয়ে স্বীকৃতি দিতে পারি। আপনারা কেন বাংলাকে তাচ্ছিল্য করছেন? মনে রাখবেন সারা পৃথিবীতে বাংলায় কথা বলে পঞ্চম। এশিয়াতে বাংলাভাষা দু’নম্বরে।

Jago Bangla

Recent Posts

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

4 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

1 hour ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

7 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

7 hours ago