আর জল নয়, চোখ থেকে আগুন বেরবে : দলনেত্রী

Must read

প্রতিবেদন : প্রত্যেকবারেই দেখা যায় একুশে জুলাই আকাশ ভেঙে বৃষ্টি হয়। আর সেই বৃষ্টিতেই ভিজে কর্মী-সমর্থক-অনুরাগীদের উদ্দেশ্যে বার্তা দেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবারেও পূর্বাভাস ছিল তেমনটাই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। কিন্তু সেই সমস্ত অনুমান মিথ্যে করে দিয়ে এবারের একুশে জুলাই থাকল একেবারে রোদ ঝলমলে। তবে কেন এবার বৃষ্টি হল না? তার ব্যাখ্যা অবশ্য দিলেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো? এবার নতুন খেলা শুরু হয়েছে। সূর্যদেব বলছে চোখ দিয়ে জল নয়, চোখ দিয়ে আগুন বেরোবে সেই জন্য এবার বৃষ্টি হয়নি। সেই আগুনে যারা কুৎসা করছে, অপপ্রচার করছে তাদের ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল কংগ্রেস জবাব দেবে।
এদিনের একুশে জুলাই-এর মঞ্চ থেকেই আগামী বছরের ভোটের দামামা বাজিয়ে দিলেন তিনি। বিজেপিকে আগামী নির্বাচনে ক্লিন বোল্ড করতে হবে বলে সাফ জানালেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)। বললেন, এবার খেলায় বোল্ড আউট করতে হবে। একেবারে ছক্কা মারতে হবে।

আরও পড়ুন-ব্রজবাসীকে নিয়ে মঞ্চে দলনেত্রী! NRC নিয়ে বিজেপি ধুয়ে দিলেন

Latest article