জলপাইগুড়ির ভোট প্রচারে গিয়ে বিজেপির জুমলা নিয়ে ফের সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সন্দেশখালিকাণ্ডও যে বিজেপির অপপ্রচার, পরিকল্পিত ষড়যন্ত্র বুঝিয়ে দেন তিনি। একই সঙ্গে এবার উত্তরের ভোট তৃণমূলকে দেওয়ার আর্জি জানান তিনি। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, উন্নয়নের কাজ তৃণমূল সরকারই করে।
শনিবার, ফুলবাড়ি দলীয় প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে প্রচার সভা থেকে সন্দেশখালিকাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন, “ভোটের আগে একটা ছোট্ট ‘সন্দেশ’ পেয়েছিল। ওখানে কোনও খুনও হয়নি। যা হয়েছিল, মিটিয়ে দিয়েছি। সব ফিরিয়ে দিয়েছি। আমাদের লোককে আমরা গ্রেফতার করেছি। ওটা বিজেপির প্ল্যান করে করা গোলমাল“।
নরেন্দ্র মোদির ১৫ লক্ষের প্রতিশ্রুতি নিয়েও বিজেপিকে তীব্র খোঁচা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “আগের বার এসে বলল, ১৫ লাখ অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। এক লাখও দিয়েছে? আসলে ওঁদের ফুটো ভাঁড়।“
দীর্ঘ দিন ধরে ভোটগ্রহণ চলা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “তিন মাস ধরে ভোট কখনও শুনেছেন? পাঁচ বছরের সরকার তিন মাস লোকসভা ভোট, তিন মাস বিধানসভা ভোট, এক মাস পঞ্চায়েত। একটা বছর চলে গেল ভোট করতে। তাহলে কাজ হবে কবে?“
রাজ্য সরকারের উন্নয়ন সবত্র সমানভাবে পৌঁছনোর পরেও উত্তরের ভোটবাক্স আশা জাগাতে পারেনি রাজ্যের শাসকদলকে। সেই প্রসঙ্গে সভা মঞ্চ থেকে কিছুটা দুঃখপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন করলেন, ”তৃণমূল কী দোষ করেছিল যে পাহাড়, জঙ্গলমহল কোথাও আসন পেল না?” এর পর উন্নয়নমূল কাজের খতিয়ান তুলে ধরে তৃণমূল সভানেত্রীর আবেদন, ”ভোটটা দয়া করে আর বিজেপিকে দেবেন না। কাজটা করে তৃণমূলই।”
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ”গত ১৩-১৪ দিন ধরে আমি উত্তরবঙ্গেই আছি। এখানেই থাকব এখন। ১৭ তারিখ পর্যন্ত আপাতত আছি। সে দিন অসমে যাব।”