সংবিধান-গণতন্ত্রকে ধ্বংসের হাত থেকে বাঁচান: বিচারপতিকে অনুরোধ, আইনমন্ত্রীর সামনেই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী

Must read

জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিল দেশের প্রধানও বিচারপতি সূর্যকান্ত, কলকাতা হাই কোর্টের প্রধানও বিচারপতি সুজয় পাল এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এদিন তাঁর সামনেই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন,”৮৮টি ফার্স্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হয়েছে। ফার্স্ট ট্র্যাক কোর্ট তৈরিতে বরাদ্দ বন্ধ করেছে কেন্দ্র। কেন্দ্রের বঞ্চনা নিয়ে তিনি যখন অভিযোগ করছেন, তখন ওই একই মঞ্চে বসে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মেঘওয়াল। কেন্দ্র টাকা আটকে থাকার পরেও ৮৮টি ফার্স্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হয়েছে। তাঁর কথায়,”৭টি পকসো কোর্ট, ৪ লেবার কোর্ট, ১৯ হিউম্যান রাইটস কোর্ট হয়েছে। কলকাতা হাইকোর্টকে জমিও দেওয়া হয়েছে। আরও অনেক কাজ হয়েছে। নতুন করে ষষ্ঠ জাজেস কোর্ট তৈরি হয়েছে। সাব ডিভিশনাল জাজেস কোর্ট হয়েছে।”

আরও পড়ুন- এনকাউন্টারে নিহত ২ মাওবাদী! ছত্তিশগড়ে চলছে তল্লাশি অভিযান

এদিন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত-সহ অন্যান্য বিচারপতিদের কাছে মুখ্যমন্ত্রী আর্জি জানান,”এখানে দেশের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধানও বিচারপতি-সহ অন্যান্য বিচারপতিরা উপস্থিত রয়েছেন। তাঁদের হাত জোড় করে বলছি, দেশে সংবিধানকে ধ্বংস করার চেষ্টা চলছে। গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। ঐতিহ্য সংস্কৃতি ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আপনারাই পারেন এমন নৈরাজ্য থেকে দেশকে বাঁচাতে।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেছেন,”সকলকে একসঙ্গে কাজ করতে হবে। ভাবতে হবে। ঐক্য নিয়ে সকলকে কথা বলতে হবে। এই সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন উত্তরবঙ্গের জন্য অনেক বড় বিষয়। উত্তরবঙ্গবাসীর জন্যে আজ ঐতিহাসিক দিন। একটা মাইলস্টোন। যারা এই ভবন তৈরি করেছেন তাঁদের অভিনন্দন। ৪০.০৮ একর জমির উপর তৈরি করা হয়েছে এই ভবন।”

Latest article