জমিদার নই, মানুষের পাহারাদার! ৬ আসনে তৃণমূলের জয়ের পর বার্তা দলনেত্রীর

Must read

বাংলার ৬ আসনে শনিবার উপনির্বাচনের ফল প্রকাশ। ৬টি আসনেই ছক্কা হাঁকাল তৃণমূল কংগ্রেস। উপনির্বাচন হয়েছিল মাদারিহাট, সিতাই, তালডাংরা, মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া কেন্দ্রে। এই কেন্দ্রগুলিতে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করেছেন। এর জন্য তৃণমূল মানুষের পাহারাদার জমিদার নয় বলেই জানিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন- এবার কি কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে বন্ধ হবে টিকিট কাউন্টার?

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানিয়েছেন,”আমার অন্তরের অন্তস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম, জোহার ও সালাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামির চলার পথে আরও সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। আপনাদের আশিস আজীবন হৃদয় স্পর্শ করে থাকবে। জয় বাংলা!”

মেদিনীপুরে জয়ী তৃণমূলের সুজয় হাজরা। নৈহাটিতে সনৎ দে, হাড়োয়াতে রবিউল ইসলাম, সিতাইয়ে জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়, তালডাংরায় ফাল্গুনী সিংহ বাবু এবং মাদারিহাটে জয়ী তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো।

Latest article