প্রতিবেদন: তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করার জন্য বিজেপির তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। জানিয়েছেন তীব্র ধিক্কার। মুখ্যমন্ত্রীর কথায়, এই অপব্যাখ্যার মধ্যে দিয়েই বিজেপি তাদের জাতপাত এবং বিভাজনের রাজনীতির মনোভাব প্রকাশ করে ফেলেছে। তাদের উচিৎ শিক্ষা দেবে ইন্ডিয়া। বুধবার এক ট্যুইট বার্তায় এই ভাষাতেই বিজেপিকে তীব্র আক্রমণ করলেন জননেত্রী (Mamata Banerjee)। তাঁর স্পষ্ট কথা, রাজবংশী-সংস্কৃতির প্রতি আমাদের ভালবাসা, শ্রদ্ধা প্রতিফলিত হয় আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়েই। তাঁদের সার্বিক উন্নয়নের লক্ষে কাজের মধ্যে দিয়েই। লজ্জার কথা, মানুষের প্রতি ভালবাসা, একতাবোধ এবং গভীর শ্রদ্ধায় ভরা আমার মন্তব্যে তাঁদের ঘৃণ্য মনোভাবের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করেছে বাংলার বিশ্বাসঘাতকরা।
আরও পড়ুন: বিশ্বভারতী-কাণ্ড: সুবিচার চেয়ে চিঠি নির্যাতিতা ৪ ছাত্রীর