বৃহস্পতিবার কার্শিয়াঙে সম্পন্ন হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ের অনুষ্ঠান। এরপর শুক্রবার পাহাড়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানালেন, “‘রক্তের সম্পর্ক’ তৈরি হয়েছে পাহাড়বাসীর সঙ্গে”। বিয়ের সেই রেশ জারি রেখেই এদিন পাহাড়ের জন্য একগুচ্ছ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এই উপহারের তালিকায় নিয়োগ থেকে শুরু করে বেতন এবং সার্বিক কাঠামোর কথাও বলা হয়েছে। দেখে নেওয়া যাক দার্জিলিং এবং কালিম্পঙে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে কী কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।
আরও পড়ুন: ৫ বছরে বিদেশে পড়তে গিয়ে মৃত্যু ৪০৩ ভারতীয় পড়ুয়ার, শীর্ষে কানাডা
আগামী দুই দিনে ৩৩ হাজার মানুষ উপকৃত হবেন।
তিস্তা বিপর্যয়ে ৫৫০ জনকে ৭০ হাজার আর্থিক সাহায্য
কার্শিয়াঙে ১ হাজার ২০০ জনকে পাট্টা বিলি।
পাহাড়ে ২৪ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব।
দার্জিলিং কালিম্পঙে হবে IT সেক্টর।
জিটিএ-কে ৭৫ কোটি টাকা দেওয়া হবে।
জিটিএ কর্মীরা অবসরের পর গ্র্যাচুইটি বাবদ ২০ লাখ টাকা পাবেন।
জিটিএর রেগুলার এমপ্লয়ি ২০১৯ সালের পে রুল মোতাবেক বেতন সংশোধন।
২০০৩ সাল থেকে রিজিওনাল স্কিল সার্ভিস কমিশন ফর হিলস চালু হবে।
সেকেন্ডারি স্কুলে ৫৯০ শূন্যপদে নিয়োগ।
দার্জিলিং এবং কালিম্পং জেলা স্কুল বোর্ডের জন্য অ্যাডহক কমিটি তৈরি করা হবে।
জেলা বোর্ডে ১০০০ পদে নিয়োগ।
চা সুন্দরী প্রকল্পে ৩ লাখ শ্রমিককে পাকা বাড়ি বা পাট্টা দেওয়া হবে।
২০২৪ সালের মধ্যে পাহাড়ে ৩ লাখ ৩২ হাজার বাড়িতে নলবাহিত জল।