শাহকে কোনও ফোন করেননি। পরিকল্পনা মাফিক কুৎসা ছড়াচ্ছে বিজেপি। বুধবার, তীব্র আক্রমণ করে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ধুয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বক্তব্য প্রমাণ না করতে পারলে নাকখত দিন!
মঙ্গলবার, সিঙ্গুরের সভায় শুভেন্দু অধিকারী দাবি করেন, সর্বভারতীয় তকমা সরতেই তৃণমূল সুপ্রিমো চারবার ফোন করেছিলেন অমিত শাহকে (Amit Shah)। এর জবাবে ধুয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান, তিনি শাহকে কোনও ফোনই করেননি। এরপরই চ্যালেঞ্জ ছুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন, “যদি এই অভিযোগ প্রমাণ করতে পারে, তাহলে আমি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেব। আমাকে এত সহজ ভাবার কোনও কারণ নেই। আমি দীর্ঘদিনের রাজনীতি করছি। প্রমাণ করতে না পারলে তুমি মানুষের সামনে নাকখত দেবে তো?”
আরও পড়ুন: জনসংখ্যায় চিনকে ছাপিয়ে ‘বিশ্বসেরা’ ভারত
মুখ্যমন্ত্রীর কথায়, “আমি অমিত শাহর পদত্যাগ দাবি করেছি। তাঁর আচরণ, কথাবার্তা স্বরাষ্ট্রমন্ত্রী সুলভ নয়।” বিজেপিই দেশে সব চেয়ে বড় ভ্রষ্টাচার বলে অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙতে চাইছে মোদি সরকার। পরিকল্পনা মাফিক তৃণমূলকে বদনাম করার চেষ্টা হচ্ছে বলেও মত তৃণমূল সুপ্রিমোর।