বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে হুগলির পুরশুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্লাবিত এলাকায় দাঁড়িয়ে ঝাড়খণ্ডের উপর ক্ষোভ উগরে দিলেন তিনি। এই বন্যা ‘ম্যান মেড’ বলে দাবি করলেন তিনি।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে ফোন কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তারপরেও ক্রমাগত সেখানকার জলাধারগুলি থেকে জল ছাড়ায় মুখ্যমন্ত্রীর দাবি, “সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। নিজেদের রাজ্যে বাঁচানোর জন্য এই জল ছাড়া হয়েছে। পরিকল্পিত ম্যান মেড বন্যা।” একইসঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্রীয় সরকার ড্রেজিং করলে আরো দু লক্ষ কিউসেক জল ধরে রাখতে পারত ডিভিসি।
টানা কয়েকদিনের বৃষ্টিতে দারোকেশ্বর নদের জলে প্লাবিত হয়েছে আরামবাগের বেশ কিছু এলাকা। পাশাপাশি গতকাল ডিভিসি থেকে তিন লক্ষ কিউসেকের ওপরে জল ছেড়েছে। তার পরেও মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে হুগলির পুড়শুড়া পঞ্চায়েতের একাধিক এলাকা। ঘরছাড়া বহু মানুষ। কোথাও আবার দেখা যাচ্ছে বাঁধের উপর গিয়ে আশ্রয় নিয়েছেন তারা। আজ দুপুরে বানভাসি এলাকায় বন্যা পরিস্থিতি দেখতে এলেন মুখ্যমন্ত্রী। প্রথমে হাওড়ার উদয়নারায়নপুর তারপর সেখান থেকে পুড়শুড়ায় আসেন তিনি। পুড়শুড়ার ব্রিজের ওপর থেকে নদীর অবস্থার দেখেন তিনি। সেখানেই তিনি বলেন পুরোটাই “ম্যানমেড বন্যা” ডি ভি সি ইচ্ছা করে জল ছাড়ছে।
সেখান থেকে সামন্ত রোড হয়ে আকরি শ্রীরামপুর গ্রামে মানুষের সঙ্গে কথা বলেন তিনি। সেখানেই জেলা শাসককে ডেকে পাঠান, জেলা শাসককে বিভিন্ন নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন- বিহারে বন্দুক দেখিয়ে গাড়িতে তুলে গণধর্ষণ নাবালিকাকে