বিদেশ গিয়ে টাকা নষ্ট করছেন মোদি, তোপ মুখ্যমন্ত্রীর

Must read

রাজ্যের মানুষ তাঁদের প্রাপ্য টাকা পাচ্ছে না, আর উনি আমেরিকায় গিয়ে সরকারের টাকা নষ্ট করছেন। সোমবার কোচবিহারে দলের প্রচারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) প্রচারে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন কোচবিহারের চান্দামারির প্রাণনাথ হাইস্কুল মাঠে দলের প্রচারে গিয়ে ১০০ দিনের বকেয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চ থেকেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “পঞ্চায়েত ভোটে জিতে কেন্দ্রের বিজেপি সরকারের থেকে এই টাকা আদায় করে ছাড়ব। বাংলার বাড়ির টাকা ওরা বন্ধ করে দিয়েছে। আগামীতে বাংলার টাকা না দিলে আগামীতে বিজেপিকে রাজনৈতিকভাবে পরাজিত করব। নতুন সরকার ভারতে আসবে। আমরা টাকা নিয়ে আসব। আমরা বাংলার বাড়ি করে দেব। একটু ধৈর্য ধরুন।” এরপরই বিদেশ সফরে থাকা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানায় নেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ওরা আমেরিকায় গিয়ে সরকারের টাকা নষ্ট করছে। আমেরিকাকে সন্তুষ্ট করছে। মোদীবাবু নেতা হবেন। কখনও রাশিয়ায় যাচ্ছেন। রাশিয়ায় গিয়ে প্লেন কিনছেন। কখনও ফ্রান্সে যাচ্ছেন। ওখানে গিয়ে প্লেন কিনছেন। আর আমার গরীব ঘরের ভাই-বোনেরা একশোদিনের কাজের টাকা পাচ্ছে না। এই হচ্ছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার।” এছাড়াও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘গুণ্ডা’ বলেও আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে জিতে বাংলার বকেয়া আদায় করবেন, জানালেন তৃণমূল সুপ্রিমো

এর পাশাপাশি বিএসএফ নিয়েও এদিন সরব হন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আজ শুধু বর্ডারে গিয়ে গুলি চালায়। আমি পুলিশকে বলেছি, লক্ষ্য রাখবেন, গুলি যদি কেউ চালায় তার বিরুদ্ধে যেন অ্যাকশন হয়। FIR হবে এবং গভর্নমেন্ট অ্যাকশন নেবে। কারণ গুলি করে মারবার অধিকার কারও নেই। কী মনে করে বিজেপি? সবাই দস্যু, সাধারণ মানুষ? আপনারা সব খারাপ, আর ওনারা সব ভগবান’? এরপরই এলাকা থেকে কেন্দ্রীয় বাহিনীকে হাতা খুন্তি নিয়ে তাড়ানোর নিদান দেন মুখ্যমন্ত্রী।

Latest article