অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে, আটকে পড়াদের জন্য হেল্পলাইন নম্বর চালু মুখ্যমন্ত্রীর

Must read

অগ্নিগর্ভ মণিপুর। বিজেপি শাসিত মণিপুরে জ্বলছে আগুন। সম্প্রতি আদিবাসীদের সঙ্গে শুরু হয়েছে জনজাতিদের সংঘাত। বিভিন্ন এলাকায় একাধিক বাড়ি, গাড়ি ও দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যের ৮ জেলায় জারি করা হয়েছে কারফিউ। আগামী ৫ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। রাস্তায় চলছে সেনাবাহিনীর ফ্ল্যাট মার্চ। মণিপুরের হিংসা কবলিত এলাকায় র‌্যাপিড অ্যাকশন ফোর্স পাঠিয়েছে কেন্দ্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আধাসেনা। চলছে রুট মার্চ। মণিপুরের এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Manipur- Mamata Banerjee)। যারা ওই রাজ্যে আটকে পড়েছেন তারা চাইলেই পশ্চিমবঙ্গে আসতে পারেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তিনি চালু করছেন হেল্পলাইন নম্বরও।

ট্যুইট করে মুখ্যমন্ত্রী (Manipur- Mamata Banerjee) জানিয়েছেন,”মণিপুর থেকে আর্ত মানুষের বার্তা পাচ্ছি। খুবই চিন্তার বিষয়। আমি ওখানকার মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছি। দেশের নানা প্রান্তের বহু মানুষ ওখানে আটকে রয়েছেন। রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে। মুখ্যসচিবকে বলেছি, মণিপুর সরকারের সঙ্গে সমন্বয় রেখে ওখান থেকে যাঁরা ফিরতে চায়, তাঁদের সাহায্য করতে।” একইসঙ্গে মুখ্যমন্ত্রী শান্তি বজায় রাখার আবেদন করেন।” চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর –  ০৩৩-২২১৪৩৫২৬ ও ০৩৩-২২৫৩১৮৫।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মণিপুরের মেটেই জনজাতিকে তফসিলি উপজাতির তকমা দেওয়ার দাবি উঠেছে। বিজেপি সরকার জনজাতিদের সেই দাবি মেনে নিতে চলেছে এমন ইঙ্গিত মিলেছে। তাতেই প্রবল ক্ষুব্ধ হয়েছে কুকি-সহ একাধিক আদিবাসী সংগঠন। আদিবাসীদের দাবি মেটেইরা তফসিলি উপজাতির স্বীকৃতি পেতে পারে না। তাদের তফসিলি উপজাতির স্বীকৃতি দেওয়া হলে আদিবাসীদের অধিকার বিঘ্নিত হবে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদেই পথে নেমেছেন তাঁরা। আর তাতেই অগ্নিগর্ভ হয়েছে মণিপুর।

Latest article