আজ লন্ডন থেকে কলকাতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রীর লক্ষ্য অক্সফোর্ড ক্যাম্পাস ও কলকাতা-লন্ডন উড়ান চালু, বাংলার গর্ব খর্ব হতে দেব না

Must read

কুণাল ঘোষ, লন্ডন (মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী): লন্ডনের এই ঝটিকা সফরে বাংলার জন্য শিল্প বিনিয়োগ ছাড়াও মূল দুই উদ্দেশ্য পূরণই এখন পাখির চোখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata banerjee)। প্রথমটি হল, আপাতত সপ্তাহে অন্তত দুটি দিন লন্ডন-কলকাতা সরাসরি বিমান পরিষেবা চালু করা। লন্ডনের শিল্প সম্মেলনে সে-কথাও বলেছেন সংস্থার প্রতিনিধিদের। খুবই চেষ্টা হচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজকে দিয়ে এই উড়ান পরিষেবা ফের শুরু করার। দ্বিতীয়ত, কলকাতায় অক্সফোর্ডের একটি ক্যাম্পাস করা। বৃহস্পতিবার বক্তব্য রাখার সময় অক্সফোর্ড কর্তৃপক্ষকে সেই অনুরোধ করেছেন। চেষ্টা চালাচ্ছেন যদি এই ক্যাম্পাস গড়ে তোলা যায়। এই লক্ষ্য পূরণ হলে নিশ্চিত ভাবে তা হবে বাংলার বুকে এক যুগান্তকারী কাজ। উপকৃত হবেন বহু ছাত্র-ছাত্রী, যাঁরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে ভবিষ্যৎ গড়তে চান। সেই সঙ্গে সরাসরি উড়ান চালু হলে তো সোনায় সোহাগা। লন্ডন ছেড়ে দুবাই হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী (CM Mamata banerjee) এই সফর নিয়ে তাঁর মনোভাব প্রকাশ করেছেন। সেখানে লিখতে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, কাউকে বাংলার গর্ব খর্ব করতে দেবেন না। এই চারদিনের লন্ডন শহরের একাধিক বিষয়ে উল্লেখ করে মুখ্যমন্ত্রী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শিল্প সম্মেলন থেকে অক্সফোর্ডের বক্তৃতা। সেখানকার পড়ুয়া অধ্যাপক এবং শিক্ষাবিদদের সঙ্গে আলাদা বৈঠক— সেসবের উল্লেখ করেছেন তাঁর লেখায়। এদিন লন্ডন ছাড়ার আগে সকালে ফের একপ্রস্থ প্রাতঃভ্রমণে বেরন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন সফরকারী প্রতিনিধি দলের সদস্যরা। হাঁটতে হাঁটতে একটা সময় ব্রিটিশ বায়ুসেনার একটি শহিদ বেদিতে গিয়ে থমকে দাঁড়ান। সেখানে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। দেখা হয়ে যায় সপরিবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। কন্যা সানা এবং ডোনাকে সঙ্গে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী সঙ্গে লন্ডনের রাস্তায় হাঁটতে শুরু করেন সৌরভ। একসঙ্গে সকলে মিলে চলে ফটোসেশনও। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাত ১টা নাগাদ হিথরো বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী। রাতেই দুবাইয়ের উড়ান। আজ, শনিবার দুপুরে দুবাই থেকে কলকাতা রওনা, সন্ধেয় শহরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে মৃতের সংখ্যা ৭০০ ছাড়াল! নিখোঁজ বহু

কলকাতা-লন্ডন সরাসরি উড়ান চালু হলে, আট ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে বিলেতে। আর ১৮ ঘণ্টার ব্রেক জার্নি করতে হবে না। মুখ্যমন্ত্রী তাঁর দুই বড় লক্ষ্যের বাইরেও বাংলায় ব্রিটিশ শিল্পসংস্থার বিনিয়োগ নিয়ে আশাবাদী। বিলেতের মাটিতে শিল্প সম্মেলনে যে ধরনের প্রথম সারির ব্রিটিশ শিল্প প্রতিনিধি দল উপস্থিত হয়েছিলেন, শুধু তাই নয়, পরদিন বি টু বি মিটিংয়েও যেভাবে তাঁরা বাংলার বিষয়ে বিশদে খোঁজখবর নিয়েছেন এবং বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন, তা নিশ্চিত ভাবে বাংলার বিনিয়োগ মানচিত্রে নতুন পালক যোগ করতে চলেছে। শুধু সম্মেলনে নয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার আগে সেখানকার পড়ুয়া-শিক্ষাবিদ এবং অধ্যাপকদের সঙ্গেও দীর্ঘ বৈঠক করেছেন বাংলার বিভিন্ন বিষয় নিয়ে। সেখানেও একাধিক বিষয় উঠে এসেছে। মতের আদান-প্রদান হয়েছে। তা নিয়ে যথেষ্ট পজিটিভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article