কিশোর কুমারের ৯৩ তম জন্মদিন, শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

Must read

কিংবদন্তি গায়ক কিশোর কুমারের (Kishore Kumar) আজ ৯৩ তম জন্মদিন। তিনি এমন একজন শিল্পী যিনি পর পর আটবার ফিল্মফেয়ার আ্যওর্য়াড পান। এই রেকর্ড এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেননি। কিশোর কুমার শুধু গায়ক নয়, একাধারে ছিলেন অভিনেতা, পরিচালক, সঙ্গীত পরিচালক ও লেখক। দর্শকদের মনোরঞ্জিত করার জন্য তিনি ছিলেন একাই একশ। তাঁর জন্মদিবসে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

আরও পড়ুন: কমনওয়েলথ গেমস: স্কোয়াশে ব্রোঞ্জ বাংলার সৌরভের, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, “কিংবদন্তি গায়ক কিশোর কুমারের (Kishore Kumar) জন্মবার্ষিকীতে আমার আন্তরিক শ্রদ্ধা! তিনি দেশ ও বিশ্ব জুড়ে বাঙালি প্রবাসীদের সাংস্কৃতিক শক্তির প্রতিনিধিত্ব করেন এবং আমি তাঁর প্রতিভাকে স্যালুট জানাই।”

 

কিশোর কুমারের জন্ম ১৯২৯ সালে মধ্যপ্রদেশের খান্ডোয়ায়। তাঁর বাবা কুঞ্জলাল গঙ্গোপাধ্যায় ছিলেন পেশায় আইনজীবী। তাঁরা ছিলেন চার ভাই বোন। কিশোর অর্থাৎ আভাস কুমার গঙ্গোপাধ্যায় ছিলেন সবচেয়ে ছোট। অশোক কুমার সবার বড় তারপর দিদি সতী দেবী তারপর অনুপ কুমার ও সর্বকনিষ্ঠ কিশোর কুমার।

কিশোর কুমার বলিউডে তাঁর কেরিয়ার শুরু করেন ‘বম্বে টকিজে’ কোরাস গায়ক হিসেবে। এরপর তাঁর অভিনেতা হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ হয় ‘শিকারি’(১৯৪৬) ছবিতে। এই ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন অশোক কুমার।

Latest article