কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক এবং অভিনেতা ছিলেন পঙ্কজ কুমার মল্লিক (Pankaj Kumar Mullick)। ১৯৭০ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল তাঁকে। ভারত সরকার সঙ্গীতে তার অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারও দেন। আজ তাঁর জন্মদিবস। তাঁর জন্মদিবস উপলক্ষ্যে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)।
আরও পড়ুন: কবিপ্রণামে মূর্তি, মুক্তমঞ্চের উদ্বোধন
১৯০৫ সালে ১০ মে পঙ্কজ কুমার মল্লিক (Pankaj Kumar Mullick) কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতা মণিমোহন মল্লিক এবং মা মনোমোহিনী দেবী। তাঁর মায়ের সঙ্গীতের প্রতি গভীর আগ্রহ ছিল। পঙ্কজ কুমার মল্লিক ছোটবেলায় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছিলেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে পড়াশোনা করেন। শিক্ষা জীবন শেষ হওয়ার পর তিনি রবীন্দ্রসঙ্গীতের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং রবীন্দ্রসঙ্গীতের খ্যাতি অর্জন করেন।