এদেশ বিপন্ন আজ; জানি আজ নিরন্ন জীবন-
মৃত্যুরা প্রত্যহ সঙ্গী, নিয়ত শত্রুর আক্রমণ
রক্তের আল্পনা আঁকে, কানে বাজে আর্তনাদ সুর;
তবুও সুদৃঢ় আমি, আমি এক ক্ষুধিত মজুর
আমার সম্মুখে আজ এক শত্রুঃ এক লাল পথ,
শত্রুর আঘাত আর বুভুক্ষায় উদ্দীপ্ত শপথ।
–সুকান্ত ভট্টাচার্য
আজ ১৩ মে, কবি সুকান্ত ভট্টাচার্যের (Sukanta Bhattacharya) ৭৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৪৭ সালের আজকের দিনে তিনি মারা যান। যক্ষা রোগে আক্রান্ত হয়ে হয়ে মাত্র ২১ বছর বয়সে মারা যান সুকান্ত ভট্টাচার্য (Sukanta Bhattacharya)। তাঁর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় বিক্ষোভ অব্যাহত উঠছে প্রেসিডেন্ট বদলের দাবি