আচমকাই নবান্নের ২টি তলা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

Must read

আজ, বুধবার কাজের দিনের সকালে নবান্নে পৌঁছে আচমকাই ১২তলায় হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Nabanna- Mamata Banerjee)। সেই তলেই রাজ্যের অর্থ এবং বাজেট দফতর। এদিন প্রশাসনিক সদর দফতরে পৌঁছে ১৪তলায় নিজের দফতরে না গিয়ে সটান প্রথমে যান ৬তলায় ভূমি ও ভূমিসংস্কার দফতরে। সেখান থেকে ১২তলায় যান মুখ্যমন্ত্রী। আধিকারিক ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন। খোঁজ খবর নেন কর্মীদের। এর আগে ১৫ মার্চ নবান্নের (Nabanna- Mamata Banerjee) পাঁচ তলায় পার্বত্য বিষয়ক দফতরে যান মুখ্যমন্ত্রী। তার কয়েকদিন আগেই ডিএ আন্দোলনকারীদের যৌথ মঞ্চ ধর্মঘট ডাকে। কিন্তু সেদিন দফতরে হাজিরা বেশ কম ছিল। টেবিলে ফাইলের পাহাড় দেখতে পান মমতা বন্দ্যোপাধ্যায়। উষ্মা প্রকাশ করেন তিনি।

তবে, নবান্নের সাংবাদিক বৈঠক থেকে সোমবার সিপিএম প্রভাবিত কর্মচারী ইউনিয়নের বিরুদ্ধকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, তৃণমূল ক্ষমতায় আসার পরে কাউকে চাকরি থেকে সরায়নি। কোঅর্ডিনেশন কমিটির লোকেরা এখনও বিভিন্ন দফতরে রয়েছেন। তাঁরাই সরকারের কাজে বাগড়া দিচ্ছে। তবে, এদিন কেন ২টি দফতরে হঠাৎ মুখ্যমন্ত্রী পরিদর্শন করেন তার কোনও কারণ জানা যায়নি।

আরও পড়ুন: সমস্যার সমাধানে পর্যালোচনা সভা অভিষেকের, গড়ে দিলেন দল

Latest article