সোমবারই পাহাড় সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবারই চেনা ছন্দে দেখা তিনি। সকালে পাহাড়ি রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়লেন। দার্জিলিং শহরের পথে তাঁকে ঘিরে বার বার ভিড় জমে যায়। দাঁড়িয়ে সবার কুশল বিনিময় করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। স্কুল যাওয়ার পথে খুদে পড়ুয়াদের মাঝে মিশে যান মমতা বন্দ্যোপাধ্যায়।
পাহাড়ে গেলে প্রায় প্রতিবারই সকালে হাঁটতে বের হন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এবারও তার ব্যতিক্রম হল না। এদিন GTA-র গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আরে সকালে দার্জিলিং শহরের বেরিয়ে জনসংযোগ সারেন তিনি। স্কুল পড়ুয়াদের সঙ্গে কথা বলেন, দেন চকোলেট। শিশুকে কোলে তুলে আদর করতেও দেখা যায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে।
আরও পড়ুন- প্রয়াত অভিনেতা মনোজ মিত্র,শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
এরপর শহরের একটি কাপড়ের দোকানে কিছু কেনাকাটা করেন। সেখান থেকে যান একটি টি ক্যাফেতে। মন্ত্রী অরূপ বিশ্বাস, সরকারি উচ্চপদস্থ অধিকারী ও সাংবাদিকদের নিয়ে চা পান করেন। দার্জিলিং-এ গেলে একেবার সেখানকার মানুষের সঙ্গে মিশে যান তৃণমূল সুপ্রিমো। কখনও পাহাড়ি মহিলাদের সঙ্গে মোমো বানানোয় হাত লাগান, কখনও ম্যাল থেকে স্থানীয় ব্যবসায়ীদের থেকে কিছু কেনেন। এবারও তার ব্যতিক্রম হল না। মুখ্যমন্ত্রীকে এভাবে কাছে পেয়ে আপ্লুত পাহাড়বাসী।