স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে যোগ দিতে এসে ডিহাইড্রেশনের শিকার একাধিক পড়ুয়া। প্রশাসনিক তৎপরতায় তাদের ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। দিনের ব্যস্ততা সত্ত্বেও হাসপাতালে সেই স্কুল পড়ুয়াদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তাদের মাথায় হাত বুলিয়ে, নিজে হাতে চিকিৎসার তদারকি করেন তিনি। জানালেন, একজন পড়ুয়া ছাড়া সকলেই সুস্থ রয়েছে।
রেড রোডের কুচকাওয়াজে শুক্রবার ১৮-২০ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়লে তাদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। তাদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী বলেন, সকাল থেকে না খাওয়া, সেই সঙ্গে ডিহাইড্রেশনে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে। বন্ধুদের অসুস্থ হতে দেখে অনেকের শরীর খারাপ লেগে গিয়েছিল।
আরও দেখুন: ঋষি অরবিন্দ, সুকান্ত ভট্টাচার্যের জন্মদিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর
তবে অসুস্থরা যে ভালো আছে, তা জানিয়ে মুখ্যমন্ত্রী জানান, ওরা এখন অনেকটাই ভালো আছে। একজন বাদে বাকি সবাই উঠে বসেছে। একজন একটু অসুস্থ রয়েছে। তবে খুব শীঘ্র সেও সুস্থ হয়ে যাবে।
হাসপাতালের চিকিৎসক জানান, একজনের স্যালাইন চলছে। আপাতত সব পড়ুয়াই পর্যবেক্ষণে রয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে তাদের একে একে ছেড়ে দেওয়া হবে।