আজমেঢ় দরগায় চাদর-ফুল চড়ালেন মুখ্যমন্ত্রী

Must read

সংহতি দিবসে সম্প্রীতির বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Ajmer Sharif- Mamata Banerjee)। রাজস্থানের আজমেঢ় শরিফ দর্শন করলেন বাংলার মুখ্যমন্ত্রী। মঙ্গলবার, দুপুরে খাজা মৈনুন্দিন চিস্তির দরগায় চাদর ও ফুল চড়ান তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য স্থানীয়দের ভিড় উপচে পড়ে।

আজমেঢ় থেকে পুষ্কর যাচ্ছেন মুখ্যমন্ত্রী (Ajmer Sharif- Mamata Banerjee)। সেখানে ব্রহ্মার মন্দিরে পুজো দেওয়ার কথা তাঁর‌। আজমেঢ় শরিফে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে ভিড় উপচে পড়ে। জাতীয় রাজনীতিতে বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত জনপ্রিয়। এদিনের ভিড় দেখে সেটা আরও একবার প্রমাণিত। আগে থেকেই প্রস্তুত ছিল রাজস্থান পুলিশ। কিন্তু তৃণমূল সুপ্রিমোকে দেখতে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে।

আরও পড়ুন: সুখেন্দুশেখর ফের মনোনীত রাজ্যসভার ভাইস চেয়ারম্যান

চারদিনের সফরে সোমবারই দিল্লি পৌঁছেছে তৃণমূল সুপ্রিমো। যোগ দেন জি-২০ প্রস্তুতি বৈঠকে। আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি আজমেঢ় ও পুষ্কর যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার মনে আছে, যখন আমি রেলমন্ত্রী ছিলাম, তখন এই দু’টি প্রোজেক্ট পাশ করিয়েছিলাম। আমার দিকে আঙুল তোলা হয়েছিল। বলা হয়েছিল, এটা সাম্প্রদায়িক পদক্ষেপ। কিন্তু, হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের জন্যই এই প্রোজেক্ট ছিল। স্বপ্নের প্রোজেক্ট ছিল আমার। মঙ্গলবার আমার কোনও কর্মসূচি নেই। আমি তো রাজনৈতিক কাজে ব্যস্ত থাকার জন্য সেভাবে কোথাও যেতে পারি না। তাই এবার সুযোগ পেয়েছি, ঘুরে আসব।”

Latest article