জাতীয়

শরদ-উদ্ধব-অখিলেশের সঙ্গে হবে বৈঠক, একাধিক কর্মসূচি নিয়ে মুম্বইয়ে মুখ্যমন্ত্রী

প্রতিবেদন : মুম্বই সফরে এনসিপি নেতা শারদ পাওয়ার ও শিবসেনাপ্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক হবে। আগামী কাল শুক্রবার বিকেলে তাঁদের সঙ্গে বৈঠক হতে পারে। দেখা হতে পারে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গেও। তিনিও কাল মুম্বই পৌঁছচ্ছেন। রওনা হওয়ার আগে আজ বৃহস্পতিবার দুপুরে কলকাতা বিমানবন্দরে নিজেই একথা জানালেন মুখ্যমন্ত্রী তথা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। একইসঙ্গে চার কেন্দ্রে উপনির্বাচনের আগে পুরনো ভিডিও ফুটেজ প্রকাশ করে তৃণমূলকে চাপে ফেলার জন্য ও বদনাম করার জন্যই সময় বেছে পুরনো ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে বলে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপির কথায় কয়েকটি টিভি চ্যানেল উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্ররোচনামূলক খবর দেখিয়ে গিয়েছে গত ৭২ ঘণ্টা ধরে। একটি বেসরকারি টিভি চ্যানেলের নাম করে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। বলেন, এসব খবর না দেখালেই তো ইনকাম ট্যাক্স রেড হবে। তাঁর সংযোজন, এম স্কোয়ার আছে। একজন মালব্য আছে। এর বেশি কিছু বলতে চাই না। আরও দু-একটি চ্যানেলেও একই কাজ করেছে তাদের নাম মুখে আনতে চাই না। এরা সব মোদি মিডিয়া হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, মুকেশ আম্বানির পুত্রের রিসেপশনের আমন্ত্রণ রক্ষা করতেই তাঁর মুম্বই যাওয়া। তাঁর কথায়, যাওয়ার জন্য বারবার ফোন এসেছে। সেই কারণেই মুম্বই গেলেন তিনি। শনিবার কলকাতায় ফিরবেন তিনি।

আরও পড়ুন-ছেলের জন্য স্বেচ্ছামৃত্যুর আর্জি অসহায় বাবার, খারিজ করল আদালত

আড়িয়াদহের ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের একাংশকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ওই ঘটনা ২০২১ সালের। তখন ওখানে সাংসদ ছিলেন অর্জুন সিং। যারা ওই ঘটনা ঘটিয়েছে তারা এখন জেলে। ২৯ জন গ্রেফতার। চোখ নেই, কান নেই দেখতে পান না। পুলিশের কাছ থেকে তথ্য জানুন। আবেদন জানাচ্ছি। কাজ না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাফ কথা মুখ্যমন্ত্রীর। তাঁর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে উপনির্বাচনে তৃণমূলকে কোণঠাসা করতে পুরনো ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশের পদক্ষেপের কথা আলোচনা হচ্ছে না। আড়িয়াদহের ঘটনায় ইতিমধ্যেই জেলে বন্দি জয়ন্ত। তৃণমূল সভানেত্রী বলেন, উপনির্বাচনে একটা বুথে কী হয়েছে, সেটাকে বড় করে দেখানো হচ্ছে। বাকি জায়গায় শান্তিপূর্ণভাবে যে মানুষ ভোট দিয়েছেন, তা দেখানো হচ্ছে না।

বাঁকুড়ার ঘটনার প্রসঙ্গ তুলেও মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, রানিবাঁধের একটা ঘটনা নিয়ে বিজেপি ময়দানে নেমেছে। আমি খোঁজ নিয়ে দেখলাম, ওখানে যা ঘটেছে তা পুরোটাই পারিবারিক বিবাদের কারণে। পুলিশ ব্যবস্থাও নিয়েছে। এসব তো আর কেউ দেখাবে না।
লোকসভা নির্বাচনের আগেও বিজেপির সঙ্গে তাল মিলিয়ে একশ্রেণির সংবাদমাধ্যম লাগাতার তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করে গিয়েছে। তাতেও দমানো যায়নি দলকে। উল্টে বিজেপির আসন কমেছে। এবার উপনির্বাচনকে সামনে রেখেও তৃণমূলকে ড্যামেজ করতে আদা-জল খেয়ে মাঠে নামলেও বাংলার মানুষের ভরসা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর সরকার এবং তৃণমূল কংগ্রেসের উপর। তাই এসব করে কোনও লাভ হবে না স্পষ্ট কথা তৃণমূল শীর্ষ নেতৃত্বের।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 hours ago