বৃহস্পতিবার বিকেলে এসএসকেএম হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের পুত্র আবেশ বন্দ্যোপাধ্যায়কে দেখতে হাসপাতালে পৌঁছে যান তিনি।
হাসপাতালে কিছুক্ষণ থাকার পর চিকিৎসকের সঙ্গে কথা বলেন মমতা। আশ্বস্ত হওয়ার পরই সেখান থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। এদিন মমতার গন্তব্য ছিল নবান্ন থেকে ভবানীপুরের বাড়ি।
আরও পড়ুন: দিল্লি সফরে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
হাসপাতাল সূত্রে খবর, গত মঙ্গলবার থেকে প্রবল জ্বর নিয়ে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ। এদিন তাঁকে দেখতেই হাসপাতালে যান মুখ্যমন্ত্রী।
ডাঃ সোমনাথ কুণ্ডু তাঁর চিকিৎসা করলেও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ সৌমিত্র ঘোষও তাঁর চিকিৎসার সঙ্গে যুক্ত। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত স্থিতিশীল আবেশ। কোনও উদ্বেগের কারণ নেই বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসকেরা।