উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বীরভূম সফরে সামান্য রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আগামী রবিবারের পরিবর্তে শনিবারই রওনা হবেন বীরভূমের উদ্দেশে। আর রবিবার ছুটির দিনেই সিউড়িতে জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠক ছেড়ে রাতেই ফিরবেন কলকাতায়। বৃহস্পতিবার সন্ধেয় নবান্ন সূত্রে এ খবর জানা গিয়েছে।
গরু পাচার মামলায় সিবিআই ও ইডির হাতে গ্রেফতার হয়ে দিল্লির তিহাড় জেলে বন্দি বীরভূম জেলার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাঁকে ছাড়াই পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত ফল করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু পঞ্চায়েত ভোটের সঙ্গে লোকসভা ভোটের যে অনেক তফাত তা ভালোই জানেন পোড়খাওয়া জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাই একদা কেষ্টগড় হিসাবে পরিচিত বীরভূমের দুটি লোকসভা আসনে দলীয় প্রার্থীরা যাতে জেতেন তা নিশ্চিত করতে কোনও ঝুঁকি নিতে চাইছেন না তিনি। এই কারণে জনগণের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বীরভূমে যাচ্ছেন তিনি। একদিকে প্রশাসনিক বৈঠক থেকে যেমন শান্তিনিকেতনে বাউল বিতানের উদ্বোধন করবেন, তেমনই দেউচা-পাঁচামির কয়লা উত্তোলন শিল্পের জন্য জমিদাতা ৬০০টি পরিবারের ১ জন করে সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন।
আরও পড়ুন- ফের ভারত বনধ কৃষকদের, কেন্দ্রের সঙ্গে আলোচনায় মিলল না সমাধান সূত্র
নবান্ন সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধেয় বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দর থেকে অন্ডাল বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে বোলপুর যাবেন তিনি৷ রাতে থাকতে পারেন বোলপুরের সার্কিট হাউসে কিংবা রাঙাবিতান পর্যটন কেন্দ্রে। ১৮ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন জেলা সদর সিউড়ির চাঁদমারি মাঠে। জেলার একগুচ্ছ প্রকল্পের শিল্যানাস ও উদ্বোধন শেষে। ওই দিনই কপ্টারে কলকাতা ফিরবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।