প্রতিবেদন : ২৬ অগাস্ট বর্ধমান জেলায় প্রশাসনিক সভায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক কর্তা, সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধি-সহ আরও অনেকে হাজির থাকবেন। বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলের মাঠে হবে এই প্রশাসনিক জনসভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠান। জানা গেছে, ওইদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এছাড়াও বেশ কিছু উপভোক্তাকে জমির পাট্টাও তুলে দেবেন তিনি। পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রীর সদ্য ঘোষিত নতুন সরকারি প্রকল্প ‘শ্রমশ্রী’ প্রকল্পের অর্থ উপভোক্তাদের হাতে তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ২৬ অগাস্ট দুপুর ১২টায় দুই জেলাকে নিয়ে প্রশাসনিক সভা হবে। কিছু প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন, পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। দুই জেলারই জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রীর বর্ধমান সফর ঘিরে সাজো সাজো রব পড়ে গেছে জেলা জুড়ে। প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুল মাঠ নিয়ে প্রশাসনিক কর্তারা বৈঠক করেছেন। সরেজমিনে মাঠ পরিদর্শন করেন জেলা প্রশাসনের কর্তারা।
আরও পড়ুন-প্রধানমন্ত্রী যতই পতাকা নাড়ান কৃতিত্ব কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীরই