জগন্নাথধাম উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি, মন্দিরে পালন উপচার, আজ দিঘায় মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : দিঘার জগন্নাথধামের উদ্বোধনের কাউন্ট ডাউন চলছে। এক কোটি মন্ত্রোচ্চারণে জগন্নাথদেবের প্রাণপ্রতিষ্ঠা হবে, হবে জগন্নাথ মন্দিরের উদ্বোধন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) আজ, সোমবারই দিঘায় পৌঁছে যাচ্ছেন। এখন মাহেন্দ্রক্ষণের অপেক্ষা।
সৈকতনগরীতে জগন্নাথধামের উদ্বোধন নিয়ে ভক্ত, পর্যটক থেকে সাধারণ মানুষ— সবার মধ্যেই উন্মাদনা। চারিদিকে সাজ সাজ রব। প্রভু জগন্নাথদেবকে স্বাগত জানাতে পুণ্য ক্ষেত্রে দফায় দফায় চলছে হোমযজ্ঞ। কাঁসরঘণ্টা, উলুধ্বনিতে মাতোয়ারা হয়ে উঠছে মন্দিরচত্বর। প্রাক-উদ্বোধনী পর্বে পুরীর রাজেশ দ্বৈতাপতি ও ইসকন প্রতিনিধি রাধারমন দাস পুজো পার্বণ ও হোমযজ্ঞ চালাচ্ছেন শাস্ত্রীয় আচার মেনে। রবিবার সকাল থেকে দ্বৈতাপতির পৌরোহিত্যে মন্দিরের সামনে গড়ে ওঠা খড় ও হোগলার আচ্ছাদনের নিচে চলেছে মহামন্ত্র যজ্ঞ। নরসিংহ মন্ত্রে মুখরিত মন্দির প্রাঙ্গণ। গত কয়েকদিন ধরে মন্দিরের ভেতরে ও বাইরে চলেছে বিভিন্ন দেবদেবীর আরাধনা ও আম, বেলকাঠ ইত্যাদি দিয়ে সকাল ও সন্ধ্যা দুই বেলা চলেছে বিশ্ব শান্তিযজ্ঞ। তিনি (CM Mamata Banerjee) জানান, এক কোটি মন্ত্রোচ্চারণে প্রাণপ্রতিষ্ঠা হবে প্রভু জগন্নাথদেবের। পুরীর দ্বৈতাপতি জানান, মঙ্গল মন্ত্রযজ্ঞ চলছে সকাল থেকে। আগামিকাল অশ্বযজ্ঞ হবে। মন্দির জুড়ে জগন্নাথের সমস্ত রীতিনীতি পালন করা হচ্ছে।

আরও পড়ুন- দিঘাগামী জোড়া ট্রেন বাতিল

মুখ্যমন্ত্রী জগন্নাথধাম নিয়ে তাঁর আবেগের কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। অক্ষয়তৃতীয়ার আগের দিন অর্থাৎ মঙ্গলবার বিভিন্ন পুণ্য ক্ষেত্রের জল দিয়ে শুরু হবে মহাযজ্ঞ। তাতে ইসকন এবং পুরীর প্রতিনিধিরা অংশ নেবেন। থাকবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। মহাযজ্ঞের জন্য পেঁড়া, খাজা, গজা, রসগোল্লা ইত্যাদি মিষ্টি তৈরি হবে। মন্দিরের বাইরেও প্রস্তুতি তুঙ্গে। চৈতন্যদ্বারে রঙের প্রলেপ পড়েছে। তার সামনে থেকে লোহার রেলিং খুলে দেওয়া হয় রবিবার। সেজে উঠেছে নিউ এবং ওল্ড দিঘা। লাইট থেকে সাউন্ড প্রস্তুতি চলছে। পুরোটার তদারকি করছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। রবিবার দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অপূর্ব বিশ্বাস জানান, সবরকম প্রস্তুতি নিয়েছি। জগন্নাথধাম সকল মানুষের মনে জায়গা করে নেবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে নেতা-মন্ত্রীরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দিঘায়। তাঁর সমস্ত কাজকর্মে তদারকি করছেন।

Latest article