প্রস্তুতি খতিয়ে দেখতে আগামিকাল সাগরে আসছেন মুখ্যমন্ত্রী

Must read

মণীশ কীর্তনিয়া, গঙ্গাসাগর
আগামী কাল, সোমবার সাগরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। প্রতিবছরের মতো এবারও গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন। সঙ্গে একাধিক কর্মসূচি। এবছর কুম্ভমেলা নেই তাই অন্যান্যবারের থেকে পুণ্যার্থীদের ভিড় হবে অনেক বেশি। সেই লক্ষ লক্ষ পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধে না হয় সেদিকে লক্ষ্য রেখে বহু আগে থেকেই প্রস্তুতি সেরে রেখেছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। দফায় দফায় নবান্নে বৈঠক করেছেন আধিকারিকদের নিয়ে। একাধিক মন্ত্রীকে আলাদা করে দায়িত্ব দিয়েছেন। এবার সরেজমিনে নিজে আসছেন সবকিছু খতিয়ে দেখতে। সোমবার গঙ্গাসাগর পৌঁছে মুখ্যমন্ত্রী যাবেন কপিলমুনির আশ্রমে। যাবেন ভারত সেবাশ্রম সংঘেও। এই সফরের সবথেকে উল্লেখযোগ্য অংশ হল, মুড়িগঙ্গার ওপর গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহু বছর ধরে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ-উপরোধ করলেও তারা এ-বিষয়ে কোনও উদ্যোগ নেয়নি। এই বিশাল কাজটি করছে রাজ্য সরকার। চার লেনের এই সেতু তৈরি হলে কাউকে আর ভেসেল বা লঞ্চে করে মুড়িগঙ্গা পেরোতে হবে না। অপেক্ষা করতে হবে না জোয়ার-ভাটার খেলার জন্য। সরাসরি গাড়ি নিয়ে সেতু পেরিয়ে অল্প সময়ে পৌঁছনো যাবে গঙ্গাসাগরে। এর আগে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, এই সেতুর জন্য ১৭০০ কোটি টাকা খরচ হবে। পুরোটাই দিচ্ছে রাজ্য সরকার। টেন্ডার হয়ে গিয়েছে। মুড়িগঙ্গার ওপর বিশেষ পদ্ধতিতে এই সেতু তৈরি হবে।

এর বাইরে রয়েছে প্রশাসনিক কর্মসূচিও। জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন, ঘোষণা। হেলিপ্যাডের পাশেই পুণ্যার্থীদের জন্য তৈরি ১০০ শয্যার হস্টেলের উদ্বোধন করবেন। এছাড়াও সাগরে তৈরি হওয়া ‘বাংলার মন্দিরের’ উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী। তাঁর এই গঙ্গাসাগর সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাঁরা সবথেকে বেশি খুশি তাঁদের স্বপ্নের গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- কেন শুনানিতে থাকবে না বিএলএ-২, জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রীর

Latest article