গঙ্গাসাগর মেলা: শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরদ্বীপে মুখ্যমন্ত্রী

Must read

আগামী বছরের ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। এ বার কুম্ভ মেলা না থাকায় পুণ্যার্থীদের ভিড় রেকর্ড ছুঁতে পারে বলেই মনে করছে প্রশাসন। সেই সম্ভাবনাকে সামনে রেখে প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নবান্ন সূত্রে খবর, আগামী ৫ জানুয়ারি গঙ্গাসাগরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী।

প্রশাসনিক মহলের খবর, গঙ্গাসাগর মেলাকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতেই মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) এই সফর। সাগরে পৌঁছে তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে একটি প্রস্তুতি বৈঠক করবেন। পাশাপাশি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করারও কথা রয়েছে। সমস্ত কর্মসূচি শেষ করে ৬ জানুয়ারি কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর।

যুবভারতীতে সাম্প্রতিক বিশৃঙ্খলার ঘটনার পর ‘ভিআইপি সংস্কৃতি’ বন্ধে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর মেলায় সাধারণ পুণ্যার্থীরা যেন কোনও ভাবেই বঞ্চিত না হন, সেই কারণেই এই নির্দেশ বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে। সেই নির্দেশ কতটা কার্যকর হয়েছে, প্রশাসনিক প্রস্তুতি সেই পথে কতটা এগিয়েছে, তা খতিয়ে দেখতেই সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-স্বামীকে হাতুড়ি দিয়ে খুনের পর মিক্সার গ্রাইন্ডারে দেহ টুকরো! ভয়ঙ্কর খুনের ঘটনা ফের যোগীরাজ্যে

সূত্রের খবর, সফরের সময় মুখ্যমন্ত্রীর কাছে স্বাস্থ্য পরিষেবা, নিরাপত্তা ব্যবস্থা, পানীয় জল, বিদ্যুৎ, সাফাই, যাতায়াত এবং অস্থায়ী আবাসনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করা হবে। পরিস্থিতি অনুযায়ী তিনি প্রয়োজনীয় নির্দেশও দিতে পারেন। কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার সম্ভাবনাও রয়েছে মুখ্যমন্ত্রীর।

চলতি বছরে পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নান হবে ১৪ জানুয়ারি। তবে মেলা শুরু হচ্ছে ১০ জানুয়ারি থেকেই এবং চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। প্রশাসনের অনুমান, এ বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হবে। সেই অনুযায়ী নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কোনও ফাঁক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে জানানো হয়েছে, মেলা পরিচালনা নিয়ে আগেই প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই তিনি স্পষ্ট করে দিয়েছেন, ভিআইপি পাস, আলাদা রাস্তা বা বিশেষ সুবিধার কোনও ব্যবস্থা রাখা যাবে না। সাধারণ পুণ্যার্থীদের অসুবিধা হলে তা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। প্রশাসনিক মহলের মতে, এই কড়া অবস্থানের বাস্তবায়ন কতটা হয়েছে, তা খতিয়ে দেখতেই মুখ্যমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Latest article