আজ ঝটিকা সফরে সাগরদিঘিতে মুখ্যমন্ত্রী

মেঘালয় সফরে ১৮ জানুয়ারি সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও

Must read

প্রতিবেদন : সোমবার কয়েকঘণ্টার ঝটিকা সফরে মুর্শিদাবাদের সাগরদিঘিতে (Sagardighi- Mamata Banerjee) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা হবে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া সাগরদিঘি থানার ধোলারপাহাড়ে৷ সাগরদিঘিতে উপনির্বাচনের আগে প্রয়াত মন্ত্রী সুব্রত সাহাকে শ্রদ্ধা জানিয়েই নেত্রীর এই কর্মসূচি৷ নবান্ন সূত্রে জানা গিয়েছে, সোমবার হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে মুর্শিদাবাদ যাবেন মুখ্যমন্ত্রী (Sagardighi- Mamata Banerjee)৷ দুপুর ১২টা নাগাদ ধোলারপাহাড়ে প্রশাসনিক সভা সেরে ফের কলকাতায় ফিরবেন তিনি৷ যোগ দেবেন এসএসকেএমে আয়োজিত একটি অনুষ্ঠানে৷ সূত্রের খবর, সাগরদিঘির সভা থেকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী৷ এছাড়াও স্বনির্ভর গোষ্ঠী, কৃষক-সহ বিভিন্ন শ্রেণির উপভোক্তাদের হাতে তুলে দেবেন সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের সুবিধা৷ এরপর ১৮ জানুয়ারি মেঘালয় সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই বোলপুরে সভা রয়েছে তাঁর। একদিকে যেমন মেঘালয়ের ভোটপ্রচারে যাবেন তিনি, তেমনই আলিপুরদুয়ারেও জনসভা করতে যাবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-সিপিএম বাধ্য হল অমর্ত্যর সঙ্গে সহমত হতে

আগামী ১৮ জানুয়ারি আবার মেঘালয় সফরে যাচ্ছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর গারো পাহাড়ের মেন্দিপাথারের ডিলমা আপাল প্লেগ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জন্য প্রচারসভা করবেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এটি তাঁর দ্বিতীয় সফর। আগামী ফেব্রুয়ারি মাসে মেঘালয় বিধানসভার নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই পারদ চড়েছে মেঘের রাজ্যে। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ডাঃ মুকুল সাংমার নেতৃত্বে বিরোধী দল সেখানে। বর্তমান পরিস্থিতিতে ৬০ আসনের এই রাজ্যে তৃণমূল প্রার্থীরা জোরকদমে প্রচারে নেমে পড়েছেন। এই আবহে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থীদের হয়ে সভা করলে তা নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন দেবে তাঁদের। সাংসদ ডেরেক ও’ব্রায়েন কয়েকদিন ধরেই ঘাঁটি গেড়েছেন মেঘালয়ে। তিনিও উপস্থিত থাকবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে।

Latest article