২৯ এপ্রিল দিল্লিতে (Delhi) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
৩০ এপ্রিল দিল্লিতে (Delhi) সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের একটি সেমিনার আয়োজিত হতে চলেছে। সেখানে বিচারপতিরা ছাড়াও উপস্থিত থাকবেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। ওই সেমিনারেই যোগ দিতে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিচারপতিদের ওই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: জাহাঙ্গিরপুরী হিংসায় ধৃত আনসারের বিজেপি যোগ স্পষ্ট, ছবিসহ টুইট পার্থ-সুজিতদের
২০১৬ সালে শেষ বার চিফ মিনিস্টার্স-চিফ জাস্টিসেস কনফারেন্স অন জুডিশিয়ারি অনুষ্ঠিত হয়েছিল। এর ছ’বছর পর আবার তা হতে চলেছে ৩০ এপ্রিল। সম্প্রতি বিচার ব্যবস্থা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন, দেশে গণতান্ত্রিক পরিসর সঙ্কুচিত। এরই প্রভাব পড়ছে বিচার ব্যবস্থায়। যা একেবারেই কাম্য নয়। এমন পরিস্থিতিতে একমঞ্চে মোদি-মমতা মুখোমুখি হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।