প্রতিবেদন : লোকসভা নির্বাচন শেষ, ফলপ্রকাশও হয়ে গিয়েছে। বৃহস্পতিবার নির্বাচনী আচরণবিধি উঠে গেল। এবার প্রশাসনিক কাজে গতি আনতে আগামী ১২ জুন বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এই বৈঠকে সমস্ত দফতরের সচিব, জেলাশাসক, পুলিশ সুপার-সহ আধিকারিকদের নিয়ে আলোচনা করবেন। তারই প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার নবান্নে এসে মুখ্যসচিব বি পি গোপালিকা এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে দীর্ঘ কথা বলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। প্রায় আড়াই মাস ধরে চলে নির্বাচন প্রক্রিয়া। এর ফলে বহু কাজ আটকে রয়েছে। উন্নয়ন প্রক্রিয়া থমকে আছে। কী কী কাজ আটকে রয়েছে, কীভাবে তা আবার শুরু করা যাবে সেই নিয়েই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এরমধ্যে উত্তরের ঝড়ে বিধ্বস্ত ও রিমেলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর বিষয়টিও রয়েছে। যদিও ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও নির্বাচনের সময় কমিশনকে কাজে লাগিয়ে পুলিশ ও প্রশাসনিক কর্তাদের বিজেপি ইচ্ছেমতো বদলি করেছে। নির্বাচনবিধি উঠে যাওয়ায় আমলাদের উপর নিষেধাজ্ঞা রইল না। ফলে কিছু পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।