ডেঙ্গি প্রতিরোধে রণকৌশল ঠিক করতে নবান্নে আজ মুখ্যমন্ত্রীর বৈঠক

Must read

প্রতিবেদন : রাজ্যবাসী তথা প্রশাসনকে কিছুটা স্বস্তি দিয়ে নামছে ডেঙ্গির গ্রাফ। শীত যত জাঁকিয়ে পড়বে রাজ্যে ডেঙ্গির প্রকোপ ততটাই কমবে বলে আশা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে মশাবাহিত এই রোগের বিরুদ্ধে যুদ্ধে এখনই কোনওরকম শৈথিল্য আনার পক্ষপাতী নয় রাজ্য সরকার। এমত অবস্থায় সোমবার স্বাস্থ্য দফতরের সার্বিক পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Nabanna- Mamata Banerjee)। ডেঙ্গি-রণকৌশল ওই বৈঠকের অন্যতম আলোচ্য হতে চলেছে বলে নবান্ন সূত্রে খবর। সোমবার দুপুর সাড়ে তিনটে থেকে নবান্নে এই বিশেষ বৈঠক হবে। উচ্চ পর্যায়ের এই বৈঠকে উপস্থিত থাকবেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। পাশাপাশি ভার্চুয়ালি হাজির থাকবেন রাজ্যের বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং বিভিন্ন মেডিক্যাল কলেজের প্রিন্সিপালরা। নবান্ন সূত্রে খবর, এই বৈঠকে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে। আলোচনা হতে পারে বিভিন্ন সময় রাজ্য স্বাস্থ্য দফতর যে পরিকল্পনাগুলি নিয়েছে, তার বাস্তবায়ন কতদূর হয়েছে তা নিয়েও। পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড বা স্বাস্থ্য ভবনের দ্বারা গৃহীত পরিকল্পনা নিয়ে কোনও অভিযোগ আছে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। গোটা বিষয়টি পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী (Nabanna- Mamata Banerjee)। বর্তমানে কলকাতা তথা রাজ্যের বিভিন্ন জায়গায় ডেঙ্গির প্রকোপ কমতে শুরু করলেও মৃত্যুর সংখ্যা এখনও উদ্বেগজনক। মনে করা হচ্ছে সোমবারের এই বৈঠক থেকে এই পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকারের তরফে বিশেষ কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে আলোচনা হতে পারে। রাজ্যের বিভিন্ন জায়গায় স্বাস্থ্যসাথী কার্ড না নেওয়ার অভিযোগ ওঠে। সোমবারের বৈঠক থেকে সে বিষয়ে মুখ্যমন্ত্রী সুনির্দিষ্ট বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। রাজ্যের গ্রামীণ হাসপাতালগুলির পরিকাঠামোর কী অবস্থা, পর্যাপ্ত সংখ্যায় ডাক্তার রয়েছেন কি না সেসব বিষয়েও আলোচনা হতে পারে ওইদিনের বৈঠকে।

আরও পড়ুন-ওয়েবসাইট থেকে অ্যাপস, পড়াশুনার যুগান্তকারী সুযোগসম্ভার

Latest article