প্রতিবেদন: ১০ মে পশ্চিম মেদিনীপুর (West Midnapore) দিয়ে জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শনিবার তারই প্রস্তুতি বৈঠক হয়ে গেল জেলা সদরে। এদিন বেলা ১১টায় প্রথম প্রস্তুতি বৈঠকটি হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক কর্তাব্যক্তিরা। জেলাশাসক, এসডিও, বিডিও, সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতি সহ জেলার সমস্ত প্রশাসনিক পদাধিকারিকরা। একই সঙ্গে এদিন দলের সাংগঠনিক প্রস্তুতি বৈঠক হয় জেলার প্রদ্যোৎ স্মৃতি সদন হলে। এখানে উপস্থিত ছিলেন জেলায় দলের সমস্ত সাংগঠনিক পদাধিকারীরা। পঞ্চায়েত ও বুথস্তরের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি সাংগঠনিক প্রস্তুতি বৈঠকে নেতৃত্ব দেন। জেলা সভাধিপতি উত্তরা সিং হাজরা (Uttara Singh Hajra) জানান, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অনেকদিন পর আমাদের জেলায় (West Midnapore) আসছেন। তাই নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা চূড়ান্ত পর্যায়ে। এদিন বৈঠকের মধ্য দিয়ে আমরা সবরকম প্রসাসনিক ও সাংগঠনিক প্রস্তুতি সেরে রাখলাম।
আরও পড়ুন: দিঘার ট্রেন নিয়ে হাজারো অভিযোগ যাত্রীদের