অলিম্পিক্সে পদক জয় মনু-সরবজ্যোতের, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Must read

২০২৪ প্যারিস অলিম্পিক্সে আবারও পদক জয় ভারতের। ১০ মিটার এয়ার পিস্তলে মিক্সড বিভাগে ব্রোঞ্জ পদক জয় মনু ভাকের এবং সরবজ্যোত সিং-এর (Manu Bhaker-Sarabjot Singh)। দক্ষিণ কোরিয়াকে তাঁরা হারিয়ে দিলেন ১৬-১০ স্কোরে। ব্যক্তিগত বিভাগের পর মিক্সড ইভেন্টেও পদক জয় মনুর। এর পরই শুভেচ্ছায় ভাসতে থাকেন ভারতের দুই ক্রীড়াবিদ। মনু-সরবজ্যোতকে শুভেচ্ছা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “অনেক অনেক শুভেচ্ছা মনু ভাকের এবং সরবজ্যোত সিংকে (Manu Bhaker-Sarabjot Singh)। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পাওয়ার জন্য। বিশেষ অভিনন্দন মনুকে। যে কিনা ইতিহাস তৈরি করেছেন। আমি আশা করি ভারতীয় ক্রীড়াবিদরা এমনভাবেই সাফল্যের ধারা বজায় রাখুক।”

আরও পড়ুন- প্রয়াত প্রাক্তন মন্ত্রীকে সম্মান জানিয়ে বিধানসভার অধিবেশন মুলতুবি

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথম সিরিজে পয়েন্ট হারিয়েছিল ভারত। তবে পরের চারটি সিরিজে জিতে এগিয়ে যান মনু-সরবজ্যোত। তখন মনে কড়া হচ্ছিল সহজেই জিতবেন তাঁরা। কিন্তু ম্যাচে দুরন্ত ভাবে ফিরে আসে কোরিয়া। তারা লড়াই করছিল। যদিও কখনও ভারতকে টপকে এগিয়ে যেতে পারেনি। শেষ পর্যন্ত ১৬-১০ স্কোরে ব্রোঞ্জ জিতে নেন মনুরা।

গত রবিবার ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন মনু ভাকের। একই অলিম্পিক্সে দু’টি পদক জয়ের কীর্তি গড়লেন তিনি। এর আগে ভারতের সুশীল কুমার এবং পিভি সিন্ধুর অলিম্পিক্সে দু’টি পদক জয়ের নজির ছিল। কিন্তু একই অলিম্পিক্সে একাধিক পদক জিততে পারেননি তাঁরা। সেই কাজটাই করে দেখালেন মানু।

Latest article