রবিবার আমেরিকার ইউজিনে ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে রুপো জিতে দ্বিতীয় ভারতীয় অ্যাথলিট হিসেবে বিশ্বচ্যাম্পিয়নশিপের আসরে পদক পেলেন নীরজ চোপড়া। অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Neeraj Chopra- Mamata Banerjee)।
টুইটারে মুখ্যমন্ত্রী (Neeraj Chopra- Mamata Banerjee) লিখেছেন, “বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, ওরেগন ২০২২-এ রৌপ্য পদক জেতার জন্য নীরজ চোপড়াকে আন্তরিক অভিনন্দন। নীরজ চোপড়া আরও একটি ঐতিহাসিক অর্জনের মাধ্যমে জাতিকে গর্বিত করেছেন।”
Heartiest congratulations to @Neeraj_chopra1 for winning Silver medal at the World Athletics Championships, Oregon 2022. #NeerajChopra has once again made the entire nation proud by another historic achievement.
Keep inspiring!
— Mamata Banerjee (@MamataOfficial) July 24, 2022
১৯ বছরের খরা কাটালেন নীরজ চোপড়া। তাঁর হাত ধরেই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ফের পদকের স্বাদ পেল ভারত। ২০০৩ সালে প্যারিসে অঞ্জু ববি জর্জ মেয়েদের লং জাম্পে ব্রোঞ্জ পেয়েছিলেন। টুর্নামেন্টের ইতিহাসে এতদিন সেটাই ছিল ভারতের একমাত্র পদক। রবিবার আমেরিকার ইউজিনে ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে রুপো জিতে দ্বিতীয় ভারতীয় অ্যাথলিট হিসেবে বিশ্বচ্যাম্পিয়নশিপের আসরে পদক পেলেন নীরজ। উল্লেখ্য, তিনি প্রথম ভারতীয় পুরুষ অ্যাথলিট, যিনি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক পেলেন। তাই সোনা হাতছাড়া হলেও, নীরজের এই রুপো ঐতিহাসিক সাফল্য।
আরও পড়ুন: অলিম্পিকের থেকেও লড়াই কঠিন ছিল, বলছেন নীরজ
এই ইভেন্টে সোনা জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটারস। তিনি ৯০.৫৪ মিটার দূরত্ব অতিক্রম করেন। গত বিশ্বচ্যাম্পিয়নশিপের আসরেও সোনা জিতেছিলেন পিটারস। ব্রোঞ্জ পেয়েছেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেজ। তিনি ছুঁড়েছেন ৮৮.০৯ মিটার। ভালদেজ টোকিও অলিম্পিকে রুপো পেয়েছিলেন। পুরুষদের জ্যাভলিনের ফাইনালে উঠেছিলেন আরেক ভারতীয় রোহিত যাদবও। তিনি সব মিলিয়ে দশম স্থানে শেষ করেছেন। তাঁর সেরা থ্রো ৭৮.৭২ মিটার।
এদিন শুরুটা ভাল হয়নি নীরজের। তাঁর প্রথম থ্রো ফাউলের জন্য বাতিল হয়ে যায়। অন্যদিকে, পিটারস প্রথম থ্রোয়েই ৯০.২১ মিটার ছুড়ে তাঁকে চাপে ফেলে দেন। দ্বিতীয় থ্রোয়ে নীরজ ৮২.৩৯ মিটার দূরত্ব অতিক্রম করেন। তৃতীয় থ্রোয়ে আরও একটু উন্নতি করেন নীরজ। এবার তিনি ছোঁড়েন ৮৬.১৩ মিটার। তবে পদকের জন্য তা যথেষ্ট ছিল না। নিয়ম অনুযায়ী প্রথম তিনটি থ্রোয়ের পর ১২ জন ফাইনালিস্টের মধ্যে থেকে সেরা আটজনকে বেছে নিয়ে শুরু হয়ে চূড়ান্ত রাউন্ড। যেখানে প্রত্যেক প্রতিযোগী আরও তিনবার করে সুযোগ পাবেন। আর সেখানে প্রথমবারেই (সব মিলিয়ে চতুর্থ) ৮৮.১৩ মিটার ছুড়ে রুপো নিশ্চিত করে ফেলেন নীরজ। তাঁর পঞ্চম থ্রো বাতিল হলেও কোনও ক্ষতি হয়নি।
২০১৬ সালে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন নীরজ। এরপর ২০১৮ এশিয়ান গেমসে এবং কমনওয়েলথ গেমসেও সোনা জেতেন। গত বছর টোকিও অলিম্পিকে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন নীরজ। এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো। নীরজের স্বপ্নের দৌড় চলছে। এদিকে, নীরজের ইতিহাস গড়ার দিনে হতাশ করছেন ভারতীয় ট্রিপল জাম্পার এলডোস পল। প্রথম ভারতীয় হিসেবে পুরুষদের ট্রিপল জাম্পের ফাইনালে উঠে চমক দিয়েছিলেন পল। কিন্তু রবিবার তিনি শেষ করেন নবম স্থানে।