প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik 2022)। কৃতী ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
শুক্রবার মাধ্যমিকের ফল (Madhyamik 2022) প্রকাশের পরই ট্যুইটে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লেখেন, মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য ও মেধাতালিকায় স্থান পাওয়া সকল পড়ুয়াদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমাদের জেলার ছাত্র ও ছাত্রীরা অসাধারণ ফল করেছে। শহরের ছেলেমেয়েরাও আমাদের গর্বিত করেছে।
ছাত্র ছাত্রীদের পাশাপাশি এদিন তাঁদের অভিভাবক, শিক্ষক ও স্কুলগুলিকেও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে তিনি লেখেন, এবারে মাধ্যমিক পরীক্ষার ফলাফল তাড়াতাড়ি প্রকাশ হয়েছে। একইসঙ্গে ২০২৩-এর মাধ্যমিকের নির্ঘণ্টও প্রকাশ করা হয়েছে। এতে আগামী বছরে পরীক্ষার্থীদের সুবিধা হবে। যেসব পরীক্ষার্থী আশানুরূপ ফল করতে পারেনি, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী বলেছেন, ভবিষ্যতের জন্য প্রস্তুত হও।
Kudos to the guardians, teachers, schools. Results have been announced by the Board quickly, 2023 exam schedules are also declared. Those who have fared below expectations must resolve to fight better in future.(2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) June 3, 2022
শুক্রবার সকালে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করেন। চলতি বছর পাশের হারের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কালিম্পং ও পশ্চিম মেদিনীপুর জেলা।
আরও পড়ুন: ২০২৩ সালে কবে থেকে মাধ্যমিক? জেনে নিন
প্রথম হয়েছে দু’জন। বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ণব গড়াই এবং বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল। দু’জনের প্রাপ্ত নম্বর ৬৯৩ (৯৯ শতাংশ)। ৬৯২ নম্বর পেয়ে যুগ্ম দ্বিতীয় হয়েছেন মালদহের কৌশিকী সরকার এবং পশ্চিম মেদিনীপুরের রৌনক মণ্ডল। ৬৯১ নম্বর পেয়ে যুগ্ম তৃতীয় হয়েছেন পশ্চিম বর্ধমানের অনন্যা দাশগুপ্ত এবং পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান। চতুর্থ হয়েছেন চার জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৯০।