নীতি আয়োগের রিপোর্টে বাংলাকে বিহার দেখানো, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

পশ্চিমবঙ্গের অবস্থান বিহারে! কেন্দ্রীয় পরিকল্পনা সংস্থার নথিতে এই ‘ভয়াবহ ভুল’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নীতি আয়োগের ‘স্টেট সামারি রিপোর্ট – পশ্চিমবঙ্গ’ প্রকাশিত হয়েছে সম্প্রতি। সেই রিপোর্টের মানচিত্রে বিহারের ভূখণ্ডকে দেখানো হয়েছে পশ্চিমবঙ্গ হিসাবে । এই ঘটনাকে বাংলা তথা রাজ্যের মর্যাদায় আঘাত বলে চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই মর্মে বুধবার মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) অফিস থেকে চিঠি পাঠানো হয়েছে নীতি আয়োগের উপাধ্যক্ষ সুমন কে. বেরি-কে। রাজ্যের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, “এটা শুধু প্রযুক্তিগত ভুল নয়, এটা পশ্চিমবঙ্গের পরিচয় ও মর্যাদার উপর একটা গুরুতর আঘাত।” মুখ্যমন্ত্রীর বক্তব্য, “এটা নীতি আয়োগের মতো একটি জাতীয় প্রতিষ্ঠানের গাফিলতি ও রাজ্যগুলির প্রতি অসম্মানের পরিচায়ক।”

আরও পড়ুন-ছত্তীসগঢ়ে মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে জখম দুই সিআরপিএফ জওয়ান

চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, “এইরকম ভুল রিপোর্ট নীতি আয়োগের বিশ্বাসযোগ্যতা ও নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। সরকার, নীতিনির্ধারক এবং সাধারণ মানুষ যে রিপোর্ট ও তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন, সেই সবের উপরই এর গভীর প্রভাব পড়ে।”

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী রাজ্যের পক্ষ থেকে কড়া বার্তা দিয়েছেন, “রাজ্য সরকার এই ভুলকে কঠোরভাবে নিন্দা করছে। অবিলম্বে ক্ষমা চেয়ে সংশোধনী প্রকাশ করুক নীতি আয়োগ।” ভবিষ্যতে যাতে এমন অবাঞ্ছিত ঘটনা না ঘটে, তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।

Latest article