সুন্দরবনে লঞ্চে সওয়ারি মুখ্যমন্ত্রী (Mamata Banerjee- Poem)। চেয়ে নিলেন খাতা-পেন। পাশে ভ্রাতৃবধূ লতা বন্দ্যোপাধ্যায়। তৈরি হল নতুন কবিতা (Mamata Banerjee- Poem)— ইছামতী। EXCLUSIVE জাগোবাংলার জন্য।
ইছামতী
মমতা বন্দ্যোপাধ্যায়
প্রকৃতি যখন বিপ্লব করে
সব বিপ্লবকে হারিয়ে দেয়
প্রকৃতি মা যখন শান্ত থাকে
সারা বিশ্ব বিস্ময়ী হয়ে যায়।
প্রকৃতি মাতার মায়ের আঁচল
তোমাকে আমাকে শক্তি জোগায়
প্রকৃতি মায়ের সৃষ্টির বাহার
স্রষ্টা ও দ্রষ্টার জন্ম দেয়
ইছামতী ইছার তরে
বনবিবি সেতু
তোমায় আমার স্বপ্ন দেখায়
দীর্ঘ দিনের ইচ্ছা পূরণ
আনে কাজে গতি।
বৃক্ষ বৃক্ষে বনবিতানে
জলে জলে সাঁতার কাটে
মাটির মাঝারে নদী মাতৃকা
এভাবেই জেগে থাকে
ছোট্ট ছোট্ট ডিঙি নৌকা
আমাদের প্রাণের দ্বীপ
বারে বারে তাই ডেকে নিও মা
জ্বালাও প্রাণের প্রদীপ।