অশান্তির আঁচে পুড়ছে নেপাল। উদ্বেগ বেড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শান্তি ফেরানোর আর্জি জানিয়ে একটি কবিতাও লিখেছেন তিনি। বুধবার উত্তরকন্যায় সাংবাদিক সম্মেলনে জানালেন তিনি। পাশাপাশি সেই কবিতা পরবর্তীতে প্রকাশ করার কথা জানিয়েছেন।
বুধবার রাতে জলপাইগুড়িতেই থাকবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। কিছু কাজ থাকায় মুখ্যসচিব ফিরবেন কলকাতায়। শান্তি ফিরলে হয়তো বৃহস্পতিবার শহরে ফিরবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নইলে সিদ্ধান্ত বদল।
আরও পড়ুন- নেপালে জীবন্ত পুড়িয়ে খুনের ঘটনার তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর, দিলেন শান্তির বার্তা
গত ৪ সেপ্টেম্বর নেপালে নিষিদ্ধ হয় ফেসবুক, ইউটিউব, এক্স-সহ ২৬টি সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম। ক্ষুব্ধ জনতার অভিযোগ ওলি সরকারের দুর্নীতির কীর্তি ফাঁস হয়ে যাবে বলেই সাততাড়াতাড়ি নিষিদ্ধ করা হয় সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি। এই সিদ্ধান্তেই বেজায় ক্ষেপেছে নেপালের ‘জেন জি’। সোমবার হাজার হাজার প্রতিবাদী কাঠমান্ডুর রাস্তায় নেমে প্রতিবাদ দেখান। হিংসাত্মক চেহারা নেয় নেপালের রাস্তা। মঙ্গলবার আন্দোলনের ঝাঁজ আরও বাড়ে। এই পরিস্থিতিতে জনরোষের মুখে পড়ে ইস্তফা দিতে বাধ্য হন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। কিন্তু পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনিই, উলটে বিভিন্ন ধরনের অশান্তির খবর আসছে।