বাংলা বিবেকানন্দর রাজ্য। আর এই বাংলার মাটিতেই অক্সফোর্ডের (Oxford University) ক্যাম্পাস গড়ার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনে দাঁড়িয়ে কলকাতায় অক্সফোর্ডের ক্যাম্পাস করার আবেদন মুখ্যমন্ত্রীর।
কলকাতা থেকেই ভারতে অক্সফোর্ডের (Oxford University) ক্যাম্পাস শুরু করার অনুরোধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেলগ কলেজ থেকেই তিনি জানান, ‘আমাদের পড়ুয়ারা সব সময় তৈরিই রয়েছে।’ ৯ বছরে বাবাকে হারিয়ে লড়াই শুরু করেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এখনও লড়ে চলেছেন তিনি। তাই এবার অক্সফোর্ডের পড়ুয়াদেরও বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বললেন,”একবার ব্যর্থ হলে হাজারবার চেষ্টা কর, তোমরা সফল হবেই।”
আরও পড়ুন-একনজরে অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর ভাষণ
দেশের মধ্যে বাংলা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। নজর কেড়েছে বিশ্বের। আজ পরিসংখ্যান দিয়ে লন্ডনের মাটিতে দাঁড়িয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভূয়সী প্রশংসা করেন বাংলার ছাত্র সমাজের। জানালেন, ‘আমাদের ছাত্ররা অত্যন্ত প্রতিভাবান, ছাত্ররাই সমাজের ভবিষ্যৎ’।
তাঁর কথায়, “কলকাতা বর্তমানে চাকরির জন্য বড় গেটওয়ে হয়ে উঠছে। কয়েক বছরেই বেকারত্বের হার ৪৬ শতাংশ কমেছে। ১ কোটি ৭৫ লক্ষ মানুষ আর আন্ডার প্রিভিলেজ সেকশনে নেই।” তাঁর আরও সংযোজন,”বাংলায় স্কুল ড্রপ আউট কমে দাঁড়িয়েছে ২ শতাংশ। এটা শূন্যে পৌঁছে যাবে।”
ভারতীয় সময় রাত ১১.০৫ মঞ্চে ওঠেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য ছিল শিশু এবং নারীর ক্ষমতায়ন।