‘আমাদের দিক নির্দেশক’, কবিগুরুর প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Must read

আজ বাইশে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) প্রয়াণ দিবস। শ্রদ্ধায়-সম্মানে বিশ্বকবিকে স্মরণ করলেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এক্স হ্যান্ডেলে তিনি রবি ঠাকুরকে শ্রদ্ধাজ্ঞাপন করে লেখেন,”বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমাদের প্রাণের ঠাকুরকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। বছরের প্রতিটা দিনে, প্রতিটি মূহূর্তে তিনি আমাদের ঘিরে রয়েছেন। ওঁনার আদর্শই আমাদের পাথেয়। তিনিই আমাদের দিক্‌নির্দেশক।”

বিশ্বকবির (Rabindranath Tagore) প্রয়াণ দিবস উপলক্ষ্যে এদিন বিভিন্ন জায়গায় শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যথাযথ মর্যাদায় শান্তিনিকেতনে ২২ শ্রাবণ পালন করা হয়। ভোর ৫টা থেকেই গৌরপ্রাঙ্গণে বৈতালিক, উপাসনাগৃহে মন্দির, উদয়ন বাড়িতে পুষ্পপ্রদান করা হয়। সন্ধেয় স্মরণ অনুষ্ঠান রয়েছে লিপিকা প্রেক্ষাগৃহে। ২২ থেকে ৩০ শ্রাবণ বিশ্বভারতীর কর্মীমণ্ডলীর পক্ষ থেকে বৃক্ষরোপণ, হলকর্ষণ, রবীন্দ্রসপ্তাহ, স্বাধীনতা দিবস, বর্ষামঙ্গল উপলক্ষে রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন- অশান্ত বাংলাদেশ, বিশেষ বিমানে ভারতে ফিরলেন ২০৫ জন

Latest article