২১ জুলাই: মুখ্যমন্ত্রীর নিশানায় বিরোধীরা

Must read

প্রতিবেদন : এবারের ২১ জুলাইয়ের (21 July) সমাবেশ হবে হাইভোল্টেজ। কিন্তু এই ২১ জুলাইয়ের সঙ্গে অন্যান্য বিষয় গুলিয়ে ফেললে চলবে না। কারণ এই শহিদ দিবসের সঙ্গে জড়িয়ে আছে আবেগ। বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলের দেখাদেখি এখন বিরোধীরাও ধর্মতলা চত্বরে বিভিন্ন অনুষ্ঠান করতে চাইছে। কিন্তু সেটা কখনওই সম্ভব নয়। সব কিছুকে মিলিয়ে ফেললে চলবে না বলেই জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ধর্মতলা ব্লক করা যাবে না। আমরা বছরে একবার ২১ জুলাই (21 July) ওখানে প্রোগ্রাম করি, কারণ ওখানে কিছু মানুষের দেহ পড়ে আছে। সবকিছু এক নয়। এখন তো সিপিএম, বিজেপিও ওখানে করতে চাইছে। এটা কোর্টকেও বুঝতে হবে। আমাদেরও কোর্টকে বোঝাতে হবে। যদি কোর্টের ওখানে একগাদা লোক গিয়ে বসে পড়ে তখন কী হবে? কেউ যদি বলে নবান্নের মধ্যে অবস্থান করবে তা হয় নাকি? মুখ্যমন্ত্রী আরও বলেন, অভিষেক যখন রাজভবনের সামনে ধরনায় বসেছিল তখন ওখানে ১৪৪ ধারা ছিল না। আমরা যা করব তাই ওদের করতে হবে? দিল্লিতে তো আমাদের কোথাও বসতে দেয় না। ইতিমধ্যেই ২১ জুলাই বিশাল কর্মসূচি করার বিষয়ে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি শুরু হয়েছে।

আরও পড়ুন- রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ স্পিকারের, মেয়েরা তো রাজভবনে যেতেই ভয় পায় এখন

Latest article