সংবাদদাতা, শিলিগুড়ি : স্বচ্ছ পুরসভা ও স্বচ্ছ প্রশাসন গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবনির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী পুরসভার কাজ নিয়ে অবজারভেশন অ্যান্ড মনিটরিং সেল গঠনের কথা বলেন। তিনি নিজে সব কাজ মনিটরিং করবেন বলে জানা। ‘উত্তরকন্যা’য় সদ্য জয়ী তৃণমূল কংগ্রেসের ৩৭ জন কাউন্সিলরদের সঙ্গে দেখা করেন তিনি। কাউন্সিলরদের সঙ্গে ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ ও জেলা তৃণমূলের চেয়ারম্যান অলক চক্রবর্তী।
আরও পড়ুন-সৌরভ-চেতনের সামনেই আজ বিরাট-পরীক্ষা
শিলিগুড়ি কর্পোরেশন প্রথমবার দখলের পরেই মুখ্যমন্ত্রী কলকাতা থেকে ঘোষণা করেছিলেন, মেয়র হবেন গৌতম দেব। উত্তরবঙ্গ সফরে এসে মঙ্গলবার ৩৭ কাউন্সিলরের সঙ্গে দেখা করে প্রথমে পরিচয় পর্ব সারেন তিনি। এরপর শিলিগুড়িতে স্বচ্ছ পুরসভা ও স্বচ্ছ প্রশাসন গড়তে অবজারভেশন অ্যান্ড মনিটরিং সেল গঠনের কথা বলেন তিনি। দলকে জেতানোর জন্য শিলিগুড়ির বাসিন্দাদের ধন্যবাদ জানান। গৌতম দেব-সহ প্রত্যেক কাউন্সিলরকে বলেন, মানুষের যেন কোনও সমস্যা না হয়।
আরও পড়ুন-৫৫ কেজিতে চানু
ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর পাশাপাশি পানীয় জলের পরিকল্পনা নিতে বলেন। একযোগে সবার উদ্দেশে তিনি বলেন, দূরদর্শী ভিশন নিয়ে কাজ করতে হবে। তবেই পায়ের নিচে মাটি আর মাথার উপরে ছাদ থাকবে। খরচের লাগাম টানতে কাউন্সিলরদের বলেন, সাইকেল-বাইকের বাইরে গাড়ি চাইবে না। যতটুকু প্রয়োজন ততটুকু ছাড়া চাহিদা যেন বেশি না হয়। মানুষ যতটা দিয়েছেন তার থেকে বেশি তাঁদের জন্য কাজ করতে হবে। শিলিগুড়ি কর্পোরেশনের সব কাজ তিনি নিজে যে মনিটরিং করবেন সে কথাও জানিয়ে দিয়ে বলেন, আমি নিজে মনিটরিং করি। এখানেও করব। কারও বিরুদ্ধে অভিযোগ পেলে আমাকে জানাবে। মানুষ যাতে সরাসরি অভিযোগ জানাতে পারে বিষয়টি সবাইকে মাথায় রাখতে বলেন।