বঙ্গ

না বলে জল ছাড়াতেই ম্যান মেড বন্যা, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

প্রতিবেদন : পাঁচ জেলায় বাঁধভাঙা বৃষ্টি৷ কোথাও টানা ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩৫০ মিলিমিটারেরও বেশি৷ আবার কোথাও ডিভিসির ছাড়া জলে ভেসে গিয়েছে এলাকা৷ সাম্প্রতিক অতীতে বৃষ্টি এবং জল ছাড়ার কারণে একের পর এক জেলার জলমগ্ন হওয়ার ঘটনা বাস্তবিকই ব্যতিক্রমী৷ কোথাও বাঁধ ভেঙেছে, কোথাও সেতু​ ভেঙেছে, কোথাও জলের তলায় বসতবাড়ি৷ বৃষ্টির জল তো ছিলই, তার সঙ্গে যোগ হয়েছে ঝাড়খণ্ড থেকে দামোদর ভ্যালি কর্পোরেশনের ছাড়া জলে জেলার পর জেলায় হাহাকারের ঘটনা৷ যা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কোনওরকম রাখঢাক না করেই তোপ দেগে বলেছেন, কতবার বলেছি না বলে জল ছাড়বেন না৷ বলে বলে ক্লান্ত ও হতাশ হয়ে গিয়েছি৷ না জানিয়ে রাত ৩টের সময় যদি জল ছেড়ে দেয় তা হলে তো মানুষ ঘুমন্ত অবস্থাতেই ভেসে যাবে৷ এটা পাপ, এটা অপরাধ৷ ঝাড়খণ্ডের বোঝা আমরা কেন নেব? এটা ম্যানমেড বন্যা৷

ঘুম নেই প্রশাসনের

ডিভিসির ছাড়া জলে ম্যানমেড বন্যার পরিস্থিতি তৈরি হতেই মুখ্যমন্ত্রীর এই বিবৃতি৷ এর পরেই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করে তীব্র অসন্তোষ প্রকাশ করেন৷ আজ শনিবার মুখ্যমন্ত্রী আকাশপথে জেলাগুলির বাস্তবিক পরিস্থিতি খতিয়ে দেখবেন৷ ইতিমধ্যে প্রশাসন যুদ্ধকালীন প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েছে উদ্ধারকাজে৷ নেমেছে সেনা৷ সঙ্গে রয়েছে এনডিআরএফ, এসডিআরএফ৷ আধিকারিকদের নির্দেশ, সবরকমভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে৷ জলমগ্ন এলাকায় বেবি ফুড, পানীয় জল, শুকনো খাবার, ওষুধপত্র পাঠানো হচ্ছে৷ জেলা ভাগ করে দিয়ে মন্ত্রীদের দায়িত্ব দেওয়া হয়েছে৷ জলমগ্ন এলাকায় গিয়ে কাজ তদারকির নির্দেশ দেওয়া হয়েছে৷
বৃষ্টি আর কতদিন?

আরও পড়ুন : ডিভিসির জলে ভাসল দক্ষিণবঙ্গ, উদ্ধারে নামানো হল সেনা

জেলাগুলিতে বৃষ্টি থেমে গেলেও ঝাড়খণ্ড ও বিহারে নিম্নচাপ রয়েছে৷ শুক্রবার সেটি শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত হবে৷ ফলে শনিবার থেকে টানা বৃষ্টি হবে উত্তরবঙ্গে৷ রবিবার সন্ধ্যায় এসে তা কমবে৷ দিল্লির মৌসম ভবন জানিয়েছে, পুজোর আগেই বর্ষা বিদায় নেবে৷ ফি বছর সেপ্টেম্বরের মাঝ মধ্যিখানে বর্ষা সাধারণত বিদায় নেয়৷ এবার তিন সপ্তাহ বেশি রইল৷ এবং ধ্বংসাত্মক মেজাজে৷ শুধু কলকাতাতেই এবার ৩১ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে৷

ত্রাণ তহবিলে সাহায্য করুন

ম্যানমেড বন্যা৷ সৌজন্যে ঝাড়খণ্ড৷ তবু এতটুকু সময় নষ্ট করতে চান না মুখ্যমন্ত্রী৷ প্রচুর ক্ষতি জেলায় জেলায়৷ ২২ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত৷ ১ লক্ষের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত৷ ৪ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে৷ ত্রাণশিবিরে রয়েছেন ২ লক্ষ মানুষ৷ মৃত ২৷ শুধু সরকারি উদ্যোগে সামাল দেওয়া মুশকিল৷ কেন্দ্রের থেকে সাহায্য পাওয়া দুষ্কর৷ তাই আবেদন, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করুন৷ এটা পিএম কেয়ার ফান্ডের মতো নয়, এটা সরকারি ফান্ড৷ জমা অর্থ বিপর্যয়ে খরচ হয়৷ অডিটও হয়৷

Jago Bangla

Recent Posts

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

33 minutes ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

3 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

6 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

7 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

7 hours ago