সংবাদদাতা, ঘাটাল : ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করতে গিয়ে মানুষের যাতে কোনও ক্ষতি না হয় এমনটাই চান মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশেই তাই শনিবার ঘাটাল মাস্টার প্ল্যানের জমি অধিগ্রহণের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে এসডিও-কে নিয়ে জরুরি বৈঠকে (meeting) বসলেন সেচমন্ত্রী ডাঃ মানসরঞ্জন ভুঁইয়া। এই নিয়ে জরুরিভিত্তিক আলোচনা হল ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে। সেচমন্ত্রী ছাড়াও বৈঠকে ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস-সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা।
আরও পড়ুন-জোতাকে শেষ বিদায় সতীর্থদের
এই বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যানের বিষয়ে সেচমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ, যতটা পারা যায় কম জমি নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে হবে। ইতিমধ্যে ঘাটাল পুর এলাকার নিকাশী ব্যবস্থা নিয়ে নতুন করে সমীক্ষা করা হয়েছে। জানা গিয়েছে, জল নিকাশির জন্য ঘাটাল পুরসভার ৩ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডে দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প বসানো হচ্ছে। এই দুটি পাম্প হাউসের জন্য ৫ একর জমি নিচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। মাস্টার প্ল্যান রূপায়ণ-সহ ঘাটালের বন্যা নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন। এদিকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি ঘাটালের সাধারণ মানুষ। তাঁরা চাইছেন ঘাটাল মাস্টার প্ল্যান অবশ্যই হোক, কিন্তু ঘাটালবাসীকে বাঁচিয়ে করলে সবাই উপকৃত হবেন।