উত্তর থেকে দক্ষিণ: প্রদীপ জ্বালিয়ে পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Must read

প্রতিবেদন : হাতে আর মাত্র ক’দিন। আগামী সপ্তাহ থেকেই শুরু বাঙালির সবচেয়ে বড় উৎসব। প্রতিবারের মতো এবারও কলকাতার বিভিন্ন প্রান্তে দুর্গাপুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয় সভানেত্রীকে দিয়ে পুজোর উদ্বোধন করতে চান তৃণমূলের বেশিরভাগ নেতাই। তাই পুজোর আগেও কলকাতার উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন :১৫ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত শোভাযাত্রা ছাড়াই প্রতিমা নিরঞ্জন, জানালো কলকাতা পুলিশ

বৃহস্পতিবার, কলেজ স্কোয়ার থেকে শুরু করে খিদিরপুর , বোসপুকুর , বড়িশা, বালিগঞ্জ- সব জায়গায় পুজোর উদ্বোধন করেন মমতা। বলেন, দুর্গোৎসব সবার। এখানে সব জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ দুর্গাপুজোয় অংশ নেন। কোথাও প্রদীপ জ্বালিয়ে পুজোর সূচনা করেন মুখ্যমন্ত্রী। কোথাও আবার ক্লাবকর্তাদের আবদারে কালো বোর্ডে ফুটিয়ে তোলেন দুর্গার মুখাবয়ব।

এবার ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যার প্রচ্ছদ মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা। এদিন বালিগঞ্জ ২১ পল্লির পুজো মণ্ডপে সেই ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিল তাঁর কণ্ঠে স্তোত্র। সবাইকে কোভিড বিধি মেনে উৎসবে অংশগ্রহণের বার্তা দেন মুখ্যমন্ত্রী।

Latest article