আবার এসো মা। আজ দশমী (bijaya dashami)। চারপাশে মন কেমনের পূর্বাভাস। কিন্তু তার মধ্যেও আশা যে আবার সামনের বছর মা আসবেন। সকলকে দশমীর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সে জানিয়েছেন, “এক মুঠো ফুল দাও না মাগো এক মুঠো ফুল দাও…..
সকলকে জানাই বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং জিৎ গঙ্গোপাধ্যায়ের গাওয়া আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।” সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।
আরও পড়ুন-গান্ধী জয়ন্তীতে স্মরণ মুখ্যমন্ত্রী ও অভিষেকের
দশমীর (bijaya dashami) দিন উত্তর ভারত-সহ বিভিন্ন অঞ্চলে দশেরা পালিত হয়। মূলত, নবরাত্রির শেষদিনে নেতিবাচক শক্তির উপর ইতিবাচক শক্তির বিজয় হিসাবে দেখা হয়। এই দিনটি মূলত আশ্বিন মাসের শুক্ল পক্ষের দশমী তিথিতে পালন করা হয়। দশেরা উপলক্ষ্যে সকলকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্সে লিখেছেন, “দশেরা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সবরকম সাবধানতা ও সর্তকতা অবলম্বন করে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই উৎসব পালন করুন।
সত্য ও ন্যায় অশুভর উপর জয়যুক্ত হোক।”